প্রথম চুম্বনের মধুর স্পর্শে

Published By: Khabar India Online | Published On:

প্রথম চুম্বন। প্রথম চুম্বনের মধুর স্পর্শে।

প্রথম চুম্বনের মধুর স্পর্শে
মন আমার ভরে উঠে আকাশে।
চোখে পড়ে স্বপ্ন আর আশা
হৃদয়ে জ্বলে প্রেমের প্রবাস।

প্রথম চুম্বনের মাঝে হাসি
মুখে ফুলে উঠে কথা অন্যদিকে।
বুঝি না কি করছি নিয়ে মজা
মন মাতাল হয়ে যায় আকাশে।

আরও পড়ুন -  বিসর্জন এর পথে

প্রথম চুম্বন নিয়ে কবিতা লিখি
আবেগে পূর্ণ হৃদয় বুঝাতে।
তার মাঝে ভরে থাকে স্মৃতি অনুভূতি
সে চুম্বন জীবনের নির্ঝর দলে।

সে চুম্বনে একটি নতুন জীবন উদ্ভাসিত হয়েছিল,
মনে হয় সেই সময়টা আজও চলে যাচ্ছে,
সে জীবন নিয়ে সব কিছু বদলে গেছে,
কোনো স্বপ্নে জমে না আশা করে প্রতিদিন থাকে।

আরও পড়ুন -  Dawood Ibrahim: দাউদ ইব্রাহিম পাকিস্তানেই রয়েছেন, করেছেন দ্বিতীয় বিয়েওঃ ভাগ্নে

প্রতিটি স্বপ্ন তার প্রথম চুম্বনের মতো,
প্রতিটি অভিজ্ঞতা সেই সময়টাকে মনে করে,
আজও সে চুম্বন কাছে থাকলে মন ভরে যায় সুখ,
তাকে পেতে চাই সব দিন আমি হাত বাড়িয়ে পড়ে।

আরও পড়ুন -  T20 World Cup: সুপার টুয়েলভে আয়ারল্যান্ড, ক্যারিবীয়ানদের হারিয়ে

প্রথম চুম্বনের মতো সুখে জীবন কাটে,
চাই সেই চুম্বন আমার জীবনে সবসময় থাকে,
জীবনের সব দুঃখ ভুলে যায় সেই মুহুর্তে,
প্রতিটি মুহুর্ত আমার হৃদয়ে উঠে আশা একাকি না থাকে।