34 C
Kolkata
Thursday, March 28, 2024

সুরের মহিমা: বুলবুলি পাখির কবিতা

Must Read

বুলবুলি পাখি। 

বুলবুলি পাখি চলে আসে,
ফুরায় পাখির মাঠে হাসে।
সবুজ গ্রাসে বিছানো হয়,
সুন্দর গানে ভরা জয়।

পাখির গান শোনে কেউ,
দুঃখ ভুলি হয় সব হারানো।
সেদিন বুলবুলি পাখির গান,
হৃদয়ে জ্বলে জ্বলে সমান।

প্রতিদিন বুলবুলি পাখি,
ফুরায় আমাদের মাঠে আসে।
তার গানে সবার মন উত্তেজিত,
সুন্দর হয় সবার বিনোদিত।

আরও পড়ুন -  বিজেপি কর্মী কে লক্ষ্য করে গুলি

বুলবুলি পাখি গান গাইতে,
জীবনের সমস্ত গ্রীষ্ম, বর্ষা পাশ করে।
কোথায় যেতে চাই তার সুখে নির্মল মনে,
বুলবুলি পাখির গান কখনও থাকে না অধম।

সবুজ বাগানে ফুরায় তার গান,
ছড়ায় মনে আনন্দের পূর্ণিমা শনি।
সেই অসীম সুখে আমরা নেমে উঠি,
হৃদয়ে সাধ করি পাখির সুর প্রেমে ভরি।

আরও পড়ুন -  Earthquake in Turkey-Syria: ৩৬ হাজার প্রাণহানি ছাড়াল, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে

বুলবুলি পাখির গানে মাগো নাচি,
সময়ের মধুময় বাতাস পেরে উড়াই।
জীবনের প্রতিটি ক্ষণ মধুর সমান,
বুলবুলি পাখির গান শুধু হৃদয় মাঠাই।

সবুজ গ্রাসে ফুরায় তার পাখির চাঁদ,
মনে আছে সেই প্রেমের দিন স্মৃতিমালা পুরাই।
বুলবুলি পাখির গান সেই স্মৃতির নাচ,
যা মনে পড়ে সদা থাকে তার উচ্ছ্বাস প্রতিফলিত।

আরও পড়ুন -  রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, সৃষ্টির সৌন্দর্যের দিক দেখান

বুলবুলি পাখির গান যেন কখনও থাকে না অধম,
সদা হৃদয়ে উঠে থাকে তার সুর প্রেমে ভরি।

Latest News

Gold Price Today: কেমন রয়েছে আজকে কলকাতার বাজারদর, বৃহস্পতিবার সোনা কিনলে লাভ হবে?

Gold Price Today: কেমন রয়েছে আজকে কলকাতার বাজারদর, বৃহস্পতিবার সোনা কিনলে লাভ হবে? অনেক কিছুর উপর নির্ভর করে ঠিক হয়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img