Opi Karim Birthday: গুণী অভিনেত্রীর জন্মদিন, শুভ জন্মদিন অপি করিম

Published By: Khabar India Online | Published On:

প্রিয় নাম অপি করিম। তার সাবলীল অভিনয় আর মায়াবী চাহনিতে অগুনতি দর্শককে মুগ্ধ করেছেন তিনি। পাশাপাশি উপস্থাপনা এবং মডেলিংয়েও প্রশংসিত হয়েছেন। আজ পহেলা মে এই গুণী অভিনেত্রীর শুভ জন্মদিন।

১৯৭৯ সালের ১ মে জন্মগ্রহণ করেন তিনি। আসল নাম সৈয়দা তুহিন আরা অপি করিম। তিনি সবার কাছে অপি করিম নামে পরিচিত।

বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
অপি করিম ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জন করেন। এর পর লাক্সের বিজ্ঞাপনে মডেল হয়ে জনপ্রিয়তা পান।

আরও পড়ুন -  PM Kishan: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, ৩১ ডিসেম্বরের মধ্যে মোবাইল আপডেট না করলে আটকে যাবে সুবিধা

কম সময়ের মধ্যে জায়গা পোক্ত করেন নাটক এবং টেলিছবিতে। বাংলা টেলিভিশন নাটকে ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এ ছাড়া উপস্থাপনা, মঞ্চ, বিজ্ঞাপন, নাচ আবার পড়াশোনা- সব ক্ষেত্রেই তার দ্যুতি ছড়ানো প্রতিভা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আর্কিটেকচারের একজন অনুষদ সদস্যও তিনি।
অপি করিম অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে, ছায়াফেরী, থতমত এই শহরে, বাংলাদেশ, কেমন আছো?, ভূতের ভয়, হঠাৎ প্রিয়তমা, ‘সকাল সন্ধ্যা’, ‘শুকতারা’, ‘আপনজন’, ‘সবুজ গ্রাম’, ‘তিথির সুখ’, ‘অক্ষয় কোম্পানির জুতা’, ‘ছায়া চোখ’, ‘জলছাপ’, ‘সাদাআলো সাদাকালো’, ‘যে জীবন ফড়িংয়ের’, ‘উত্তম-সুচিত্রা’, ‘মান-অভিমান’, ‘এ শহর মাধবিলতার না’ এবং ‘অবাক ভালোবাসা’।

আরও পড়ুন -  অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ স্বামী অন্ধকারে, সিরিজে আছে ঘনিষ্ঠ দৃশ্য

অপি করিম অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ও অপি করিম অভিনীত সর্বশেষ সিনেমা ‘মায়ার জঞ্জাল’। পশ্চিমবঙ্গের এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ছবিটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত।

আরও পড়ুন -  Hot Dance Video: হট যুবতীর বোল্ড ডান্স ভোজপুরি গানে, সোশ্যাল মিডিয়ার ভক্তরা দারুণ খুশী

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। ২০১৬ সালে প্রযোজক, নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন।  এক কন্যা সন্তানের জননী অভিনেত্রী।

ছবিঃ সংগৃহীত