Web Series: একলা দেখুন এই হিন্দি সিরিজগুলি, লজ্জায় পড়ে যাবেন নিজেই

Published By: Khabar India Online | Published On:

এখনকার সময়ে ওয়েব সিরিজের ক্ষেত্রে বোল্ড দৃশ্য থাকাটা আবশ্যক হয়ে গিয়েছে। এই ধরনের দৃশ্য দেখা বর্তমান প্রজন্মের কাছে খুবই স্বাভাবিক। বড়পর্দায় যে সমস্ত দৃশ্য চাইলেও দেখানো যায় না, সেইসমস্ত দৃশ্য ওয়েব সিরিজের মাধ্যমে খুব সহজেই তুলে ধরছেন দর্শকদের সামনে।
এমন কিছু ওয়েব সিরিজ রয়েছে, যা বাচ্চাদের সামনে একেবারে খোলা উচিৎ নয়। সম্প্রতি বলিউডের তেমনি বেশ কয়েকটি জনপ্রিয় বোল্ড ওয়েব সিরিজ চর্চায় উঠেছে মিডিয়াতে।

আরও পড়ুন -  দোল পূর্ণিমায় উপলক্ষ্যে সত্যনারায়ণ পুজো

মীর্জাপুর: অ্যামাজন প্রাইমের অন্যতম জনপ্রিয় একটি ওয়েব সিরিজ। দুটি সিজন রয়েছে। দুটি সিজনের একাধিক এপিসোডে একাধিক বোল্ড দৃশ্য দেখানো হয়েছে। রীতিমতো দর্শকদের নজর কেড়েছিল। সম্প্রতি এই ওয়েব সিরিজ তার বোল্ড দৃশ্যের জন্য চর্চায় উঠে এসেছে।

ফোর মোর শটস্:  অ্যামাজন প্রাইমের অন্যতম জনপ্রিয় একটি ওয়েব সিরিজ। দুটি সিজন বর্তমান। চার বন্ধুর বন্ধুত্ব নিয়ে গল্প। এই ওয়েব সিরিজে সায়ানি গুপ্তা, কীর্তি কুলহারি, মানবী গাগরো এবং ভি জে বানীর মতো অভিনেত্রীদের দেখা গিয়েছে। চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। এই ওয়েব সিরিজেও একাধিক বোল্ড দৃশ্য বর্তমান। তার জন্যই চর্চায় এই সিরিজ।
মেড ইন হেভেন: দিল্লির এক হাই-প্রোফাইল বিয়ে নিয়েই এই ওয়েব সিরিজের গল্প। এই সিরিজের একাধিক অংশে রয়েছে বোল্ড দৃশ্যও। সেই দৃশ্যগুলো যে সকলের সামনে বসে দেখার নয়।

আরও পড়ুন -  VIDEO: শামা সিকান্দার, ‘টিপ টিপ বারসা পানি’ গানে, হট লুকে সাহসিকতার সীমা দেখালেন

রাসভরি: স্বরা ভাস্কর অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। তাকে ‘রাসভরি’ ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। ওয়েব সিরিজে তাকে একাধিক বোল্ড দৃশ্যে দেখা গিয়েছে। সম্প্রতি সেই দৃশ্যের জন্য চর্চায় এই ওয়েব সিরিজ। ভুলেও পরিবারের সামনে দেখবেন না।

আরও পড়ুন -  Clashes: তৃণমূলের দুই গোষ্ঠীর সংর্ঘষ, গুলির লড়াই, গুলি বিদ্ধ দুই

স্কালস্ অ্যান্ড রোজেস্: এটি কোনো ওয়েব সিরিজ নয়। অনেকটা রিয়্যালিটি শোয়ের মতো। সাউথ আফ্রিকায় শুটিং হয়েছে।  এখানেও একাধিক সাহসী দৃশ্য রয়েছে।