তুরস্কের বিমানে গুলি

Published By: Khabar India Online | Published On:

তুরুস্কের একটি বিমানের ওপর গুলি চালানো হয়েছে সুদানের রাজধানী খার্তুমের পাশে একটি বিমান ঘাঁটিতে আসা বিমানে। কেউ হতাহত হয়নি। গুলির ঘটনায় বিমানটির জ্বালানি সিস্টেমে ব্যাপক ক্ষতি হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

গুলি চালানোর পরও বিমানটি ওয়াদি সিদনাতে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। তারপর এটিতে তল্লাশি চালানো হয়। সুদানের সেনাবাহিনী এ ঘটনার জন্য আধাসামরিক বাহিনীকে দায়ী করেছে। আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) থেকে অভিযোগ অস্বীকার করে বলেছে, জরুরি মানবিক প্রয়োজনে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির যে প্রতিশ্রুতি তারা দিয়েছে সেটি এখনো অবিচল আছে।

আরও পড়ুন -  Tonushree Chakraborty: ত্বকে রোদ পড়তেই পিছলে যাচ্ছে, ভিজে শরীরে উত্তাপ ছড়ালেন তনুশ্রী

সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে যাওয়া সামরিক দলগুলো আরও তিনদিন যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে।

আগের যুদ্ধবিরতির মধ্যে হাজার হাজার মানুষ সুদান থেকে নিরাপদে অন্যত্র যাওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের উদ্ধারের ব্যবস্থা করেছে।

আরও পড়ুন -  Journalists: সাংবাদিক নিহত দুর্বৃত্তের গুলিতে, মেক্সিকোতে

তুরস্কের ওই উড়োজাহাজটিও নাগরিকদের নিয়ে যেতে ওয়াদি সিদনা বিমানঘাঁটিতে গেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, তাদের উড়োজাহাজ হামলার শিকার হলেও ওয়াদি সিদনা এবং রেড সি উপকূলের নগরী পোর্ট সুদানে তাদের নাগরিকদের উদ্ধার কাজ অব্যাহত থাকবে।

আরও পড়ুন -  শ্রী কে আর নারায়নানের জন্মদিনে রাষ্ট্রপতির শ্রদ্ধার্ঘ

১৪ দিন আগে শুরু হওয়া সংঘাতে সুদানে এরইমধ্যে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছেন।

রাজধানী খার্তুম এর আশেপাশের নগরী জুড়ে মূল লড়াই চলছে। প্রায় এক কোটি মানুষের নগরী খার্তুমে বিদ্যুৎ, জল ও জ্বালানি নেই।