কোদাল নিয়ে দারুন স্টাইলে নাচ গরিবের পুষ্পা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়, যার উদ্দেশ্য লাইক অথবা ভিউ বাড়ানো নয়। কোন কারন ছাড়াই এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়।

সঠিক মুহূর্তে এই সমস্ত ভিডিও রেকর্ড করা হয়, সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হতে না হতেই সকলে এই ভিডিও বেশ পছন্দ করেন। বলতে গেলে একজন প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটারের ভিডিওর থেকেও এই সমস্ত ভিডিও বেশি জনপ্রিয় হয়ে থাকে।

আরও পড়ুন -  Hariyanvi Dance: স্বপ্না চৌধুরীর প্রতিযোগী প্রাঞ্জল দাহিয়া, ভাইরাল নাচে মন মাতাচ্ছেন দর্শকদের হরিয়ানভি নৃত্যের

সম্প্রতি ইন্টারনেটে এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে, এক ব্যক্তি সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় দক্ষিণের জনপ্রিয় সিনেমা পুষ্পাকে নকল করার চেষ্টা করছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে।

 ভিডিওটি আপলোড করা হয়েছে ইনস্টাগ্রাম একাউন্ট johndasyoutube থেকে। এই ভিডিওতে একজন ব্যক্তি সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় নিজেকে পুষ্পারাজ ভাবতে শুরু করেছেন। তিনি অল্লু অর্জুনের জনপ্রিয় সিনেমা পুষ্পার মত করে অভিনয় করছেন।

আরও পড়ুন -  Radhe Shyam: ৯৭টা চুমুতে ট্রেলর মুক্তুতে বাজিমাত, প্রভাস-পূজার

যেরকম করে অল্লু অর্জুন হাতে কোদাল নিয়ে পোজ দিয়েছিলেন, ঠিক সেরকম ভাবেই পোজ দিতে চেষ্টা করছেন। অনেকেই এই ব্যক্তিকে গরিবের পুস্পা হিসেবে সম্বোধন করেছেন। ভিডিওটি ইতিমধ্যেই ২.৩৬ লাখের থেকেও বেশি লাইক পড়েছে।

ভাইরাল ভিডিওতে, লুঙ্গি পরে একেবারে পুষ্পার মত নাচ করছেন ঐ ব্যক্তি। নাচ করার সময় তার হাতে একটি বড় কোদাল ছিল। সেই সময় মানুষজন একটুখানি ঘাবড়ে গেলেও, অনেকেই তার নাচ বেশ পছন্দ করেছেন।

আরও পড়ুন -  অন্তর্বাস নেটের পোশাক থেকে উঁকি দিচ্ছে, ঋতাভরী হট লুকে

তিনি কোদাল নিয়ে ওই স্টেপ করতে পারছিলেন না ভালোভাবে। তবুও তার কনফিডেন্স ও পুষ্পা রাজ চরিত্রের প্রতি তার ভালোবাসার কারণে তিনি শেষ পর্যন্ত ভালোভাবেই ভিডিওটি করলেন।

 

View this post on Instagram

 

A post shared by john das (@johndasyoutube)