১০ পুলিশ এবং এক গাড়ি চালক নিহত হয়েছেন ছত্তিশগড়ে মাওবাদী হামলায়। বুধবার মাওবাদী বিরোধী এক অভিযান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে।
ছত্তিশগড়রে পুলিশ কর্মকর্তারা জানান, অভিযান শেষে বাসতার জেলায় পৌঁছালে বিস্ফোরকের (আইইডি) মাধ্যমে গাড়িটা উড়িয়ে দেয়া হয়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা সবার মৃত্যু হয়। গোয়েন্দাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ওই অভিযান পরিচালনা করা হয়েছিল বলেও জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
এনডিটিভি জানায়, ছয় দশকের বেশি সময় ধরে বিভিন্ন রাজ্যে আন্দোলন করছে মাওবাদীরা। তাদের দাবি, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে, গরিব-দুঃখি মেহনতি মানুষের পক্ষেই তারা আন্দোলন করছেন।
গত শতকের সত্তুরের দশকে তুঙ্গে ওঠেছিল মাওবাদী আন্দোলন। বর্তমানে তা প্রায় মৃত। ছত্তিশগড়সহ কিছু গহীন জঙ্গলে এখনও তাদের কিছু তৎপরতা রয়েছে।
সূত্রঃ এনডিটিভি