পাহাড়ে চাষবাস, নদী ও পাহাড়, সবকিছুর সমাহার, স্বর্গের কাছাকাছি!

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ  পাহাড়ে চাষবাস, নদী ও পাহাড়, সবকিছুর সমাহার, স্বর্গের কাছাকাছি!

সামনের মাসে পড়তে চলেছে গরমের ছুটি, ইতিমধ্যেই অনেকে বাইরে যাওয়ার পরিকল্পনা নিয়ে ফেলেছেন। গরমের ছুটিতে পর্যটকদের অন্যতম ডেসটিনিশন দার্জিলিং কালিম্পং কার্শিয়াং। গরমের ছুটিতে কিছুদিন পাহাড়ি পরিবেশে কাটাতে অনেকেই পছন্দ করেন। দার্জিলিং এ রয়েছে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম নাম ছোট রঙ্গীত। এই পাহাড়ি গ্রামের প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা চাষবাস করা।

আরও পড়ুন -  বাংলাদেশ সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বক্তব্য

অবাক হলেও এটাই সত্যি, গোটা গ্রাম জুড়ে দেখা যাবে চাষবাসের ছবি। পাহাড়েও কিভাবে চাষবাস হয় তা এই গ্রামে গেলে দেখতে পাওয়া যাবে। এখানে পাহাড়ের ধাপে ধাপে চাষাবাদ করা হয়ে থাকে।এখান থেকে দার্জিলিং এর দূরত্ব খুব একটা বেশি নয়, এছাড়া সামনেই রয়েছে বিজন বাড়ি, সিকিমের জরথান। অপরূপ প্রাকৃতিক পরিবেশে কিছুদিন নিরালা কাটানোর অন্যতম সেরা ঠিকানা। উল্লেখযোগ্য এখানে রয়েছে রঙ্গিত নদী, অপরূপ সুন্দর এই নদী। সামনে ই মানেভঞ্জন পাহাড়। সব মিলিয়েই দুর্দান্ত ঠিকানা পাহাড়ি গ্রাম ছোট রঙ্গিত।

আরও পড়ুন -  গরমে হাঁসফাঁস অবস্থা, ফের দু’দিনের ছুটি ঘোষণা রাজ্যের স্কুলে, ১৬ জুন থেকে খুলবে ক্লাস