একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে সম্প্রতি। গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে মোনালিসা এবং পবন সিংকে দেখা গেছে।
ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
মোনালিসা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী অভিনেত্রী। সম্প্রতি জনপ্রিয় ভোজপুরি গান ‘লন্ডন গোরি বিহারওয়ালা ছোড়া’র তালে পার্কের মধ্যেই পবন সিংয়ের সাথে মোনালিসাকে রোমান্স করতে দেখা গিয়েছে।
পার্কের মধ্যেই একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই অভিনয় করেছিলেন। ভাইরাল হওয়া গানের দৃশ্য অনুযায়ী, মোনালিসাকে মান ভাঙাতে দেখা গিয়েছে অভিনেতাকে।
জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘ওয়েব মিউজিক ভোজপুরি’ থেকে ৬ বছর আগে এই ভোজপুরি গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। যা পৌঁছে গিয়েছে ১২ লাখেরও বেশি মানুষের কাছে। গানের ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘দেশ-প্রদেশের’র গান। উল্লেখ্য, গানটি গেয়েছিলেন খোদ পবন সিং এবং ইন্দু সোনালী। গানের কথা দিয়েছিলেন বিনয় বিহারী।
গানের সুর দিয়েছিলেন রাজেশ গুপ্তা। ৬ বছর আগেকার এই হিট গানের ভিডিওটির সূত্র ধরেই পুনরায় চর্চার আলোয়।