আম এবং লিচু দিয়ে রেসিপি

Published By: Khabar India Online | Published On:

আম এবং লিচু দিয়ে রেসিপি।

আম এবং লিচু দিয়ে খুবই সহজে একটি মিষ্টি রেসিপি তৈরি করা যায়। নিচে একটি সহজ রেসিপি দেওয়া হলোঃ

উপকরণঃ

১ কাপ আম সস
১ কাপ লিচু সস
১ কাপ চিনি
১ কাপ জল
লম্বা লম্বা করে কাটা আম ও লিচু

আরও পড়ুন -  Dance Video: হলুদ শাড়িতে অসাধারণ নাচ সুন্দরীর, ভিডিও-তে নাচ টা দেখুন, মন ভালো হয়ে যাবে

প্রণালীঃ
১. পাত্রে চিনি এবং জল দিয়ে একটি সিরামিক কুকারে নিয়ে স্টোভে রাখুন।
২. চিনি গলে গেলে আম সস এবং লিচু সস দিয়ে দিন।
৩. আম ও লিচু কাটা করে পাত্রে ঢেলে দিন।
৪. প্রায় ১০ মিনিট কুকারে রাখুন।
৫. একটি চমচে মিশ্রনটি নিয়ে সার্ভ করুন।

আরও পড়ুন -  Knife Attack: ছুরি হামলায় নিহত ২, আহত ৬, যুক্তরাষ্ট্রে

এই মিষ্টি আম লিচু রেসিপি টি খুবই সহজ এবং স্বাদেও খুব মিষ্টি। প্রতিটি ঘরে তৈরি করে খাওয়া যায়।