Poyla Boishakh: বাংলা নববর্ষের সূচনা তাপপ্রবাহ দিয়েই, সতর্কতা জারি, বৃষ্টি হবে পহেলা বৈশাখে?

Published By: Khabar India Online | Published On:

বাংলা নববর্ষের প্রথম দিনেও গরম রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় দিনের একটা নির্দিষ্ট সময়ে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৬° সেন্টিগ্রেড।

আরও পড়ুন -  Riddhima-Gaurab: মা-বাবা হচ্ছেন ঋদ্ধিমা ও গৌরব, নববর্ষে সুখবর

আজ কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করবে, সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৯ ডিগ্রির কাছাকাছি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উত্তরবঙ্গের আটটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে অস্বস্তিকর গরম থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ততটা তাপপ্রবাহের পূর্বাভাস নেই।

আরও পড়ুন -  Schools Closed: সোমবার থেকে পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পহেলা বৈশাখের বিকেলে কালবৈশাখীর তেমন কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের ডিউটি অফিসার সুপ্রিয় ভট্টাচার্য বলছেন, আজকে বাংলায় কোন বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে কোন বৃষ্টির পূর্বাভাস নেই।

আরও পড়ুন -  মিয়ানমারে সেনা শাসনবিরোধী বিক্ষোভে আরও কয়েকজন নিহত হয়েছেন