Earthquake in Indonesia: ৭ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ার জাভায়

Published By: Khabar India Online | Published On:

শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ার জাভায়। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় শুক্রবার বিকেল এর দিকে ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসের তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থলে রিখটারস্কেলে ভূকিম্পটির মাত্রা ছিল ৭।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়া জাভা দ্বীপের উত্তর উপকূলীয় শহর তুবানের ৯৬ কিলোমিটার উত্তরে ভূ-পৃষ্ঠের ৫৯৪ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন -  দেশটি প্রচণ্ড শক্তিশালী এক ভূমিকম্পের কবলে পড়েছে, জারি সুনামি সতর্কতা!

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

ভূমিকম্পটি জাভা দ্বীপের বিশাল অংশজুড়ে ও আরও দূরের বালি দ্বীপেও অনুভূত হয়েছে বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন -  শক্তিশালী ভূমিকম্প গুয়াতেমালায়

ইন্দোনেশিয়ার ভূমিকম্প অফিসের মুখপাত্র আব্দুল মুহারি বলেন, ‘সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাং শহরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কি পরিমাণ ক্ষতিগ্রস্থ হয়েছে তা আমরা এখনো জানতে পারে নি।  সবকিছু মনিটরিং করা হচ্ছে।’

আরও পড়ুন -  Sapna Chaudhary: স্বপ্না চৌধুরীর সাহসী নাচের ভিডিও ভাইরাল, ‘না ওলহা না দাথা’ গানে লাল টাইট স্যুটে মাতালেন দর্শকদের