VIDEO: নৃত্য পরিবেশন সুন্দরীর প্রকৃতির সাথে, ‘পাতলি কামারিয়া’, নেটজনতা ভরাল প্রশংসায়

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে সোশ্যাল মিডিয়া নতুন প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে চলে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে সময় লাগে না। কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তিনি সফল হন।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  দারুন অফার রয়েছে, OPPO Reno 11 Pro 5G ফোনের দাম কমের দিকে এসেছে

সম্প্রতি তেমনি বিশাখা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে আবারো পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে।  তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

সম্প্রতি বিশাখা নিজের যে নাচের ভিডিওর সূত্র ধরে নেটজনতার একাংশের মাঝে প্রশংসিত হলেন। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ৩ মাস আগে শেয়ার করে নিয়েছিলেন তিনি নিজেই। তার সেই নাচের ভিডিওটি পৌঁছে গিয়েছে ১২ লাখেরও বেশি মানুষের কাছে। ভিডিওতে বিশাখা ধামাকেদার হিন্দি গান ‘পাতলি কামারিয়া মোরি’র তালে দুর্দান্ত নৃত্য পরিবেশন করে তুলেছেন।

আরও পড়ুন -  ভারতে ১৪ কোটি নমুনা পরীক্ষা হয়েছে

 প্রাকৃতির মাঝে খোলা আকাশের নীচে, সবুজের মাঝেই নিজের এই সাম্প্রতিক নাচের ভিডিওটি বানিয়েছেন বিশাখা। ভিডিওটি বানানোর সময় সাদা-লাল শাড়ি এবং লাল জমকালো ব্লাউজে ছিলেন বিশাখা। খোলা চুলে পরেছিলেন মানানসই গয়নাও। বলাই বাহুল্য, নিজের এই নাচের ভিডিওর সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চিত এবং প্রশংসিত। ভিডিওর কমেন্টবক্সে প্রশংসার ঝলকও। এখনো পর্যন্ত মোট ৭০’টি নাচের ভিডিও বানানোর সুবাদে একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবেই পরিচিত।

আরও পড়ুন -  Durga Puja: রেল দুর্গা পুজো উপলক্ষ্যে, বড় স্টেশনে বাঙালি খাবার এর ব্যবস্থা করবে