Pakistani Cricketer: ছাঁটাই করতে চেয়েছিলেন বাবরকে অধিনায়কত্ব থেকে আফ্রিদি, বোর্ড প্রধানের মন্তব্য

Published By: Khabar India Online | Published On:

চলতি আইপিএলের আসরের মধ্যেই পাকিস্তানি ক্রিকেটে তোলপাড়। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির একটি বড় মন্তব্য প্রকাশ্যে এসেছে। তারপর থেকে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

আইপিএলে সুযোগ না পেয়ে বর্তমানে পাকিস্তানি ক্রিকেটাররা একরকম অবসরে দিন কাটাচ্ছে। তার ওপর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের টানা ৩ ম্যাচে লজ্জা জনক পরাজয়, পাকিস্তানি দলকে একেবারে নাজেহাল করেছে।

আরও পড়ুন -  পায়ের তলায় মাটি সরে যাবে, আম্বানির সন্তানদের জীবনযাপনের কথা জানলে

সবকিছুর মধ্যে পাকিস্তানি ক্রিকেট বোর্ডের সভাপতি নাজম এমন একটি মন্তব্য করেছেন যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাবে সমালোচিত হচ্ছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহীদ আফ্রিদি। জানিয়ে রাখি, নাজম পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার পর তার নেতৃত্বে পাকিস্তানি ক্রিকেট বোর্ডের দল নির্বাচক নির্বাচিত হন শাহিদ আফ্রিদি। তখনই ঘটে বিস্ময়কর ঘটনাটি।

আরও পড়ুন -  IND Vs PAK: ‘ভারতীয় দলে সেই রকম ভয় পাওয়ার মতন বোলার নেই’, বিশ্বকাপের আগে খোঁচা দিলেন পাক্ ক্রিকেটার

পাকিস্তানের দল নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহন করার আগে বড় মন্তব্য করেন শাহিদ আফ্রিদি। তিনি দায়িত্ব নেওয়ার সময় বলেন,’পাকিস্তান দলের মধ্যে বেশ কিছু পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের সূত্রপাত করবে অধিনায়ক বাবর আজমকে অধিনায়কত্ব থেকে ছাঁটাই করার মাধ্যমে।’

আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের দল নির্বাচক নির্বাচিত হওয়ার আগেই বিস্ফোরক‌ এই মন্তব্য করেছিলেন তিনি। দল নির্বাচক হিসেবে দায়িত্বপ্রাপ্তির পর সেই প্রসঙ্গে কোনো রকম কথা বলেননি শাহিদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জানান, ”ও জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে আমাকে বেশ কয়েকটি কথা বলেছিল। যার মধ্যে পাকিস্তানের জাতীয় দলের অধিনায়কত্ব পদ থেকে বাবর আজমকে সরানোই ছিল ওর প্রধান লক্ষ্য।”

আরও পড়ুন -  Wasim Akram: ওয়াসিম আকরাম পাকিস্তান দলের সত্য সামনে আনলেন, সত্যতার কথা জানালেন