গরমকালের সুখী দিনের কবিতা

Published By: Khabar India Online | Published On:

গরমকাল নিয়ে কবিতা। 

প্রকৃতি রঙিন হয়ে উঠছে গরমের আবহ,
বাতাস তুলে নিয়ে আসে খুশির উষ্ণতা।
সবুজ পাতা ঝরে পড়ে নিচে মাটিতে,
আমসম, লিচু ও জলপাই মধুর সম্পদ হেতু।

আমসমের জলখাবার সেজে আছে প্রাণ,
জলপাই তোলে নিয়ে আসে মধুর সুগন্ধ।
লিচু পাকা হলে সুন্দর হয় হরিণের খেলা,
ফুলে ফুলে পড়ে ফুটে দেয় গরমের মেলা।

আরও পড়ুন -  Comfortable Clothing: আরামদায়ক পোশাক গরমে ঘরে

গরমের স্পর্শে মানুষ সবাই মন খুলে,
ঘুম থেকে জেগে উঠে পাঠানো সাফল্যের বাক্য।
মাটির সম্পদ ধরে নিতে পারে তাঁদের হাতে,
পৃথিবী সম্পদ ছড়িয়ে দিচ্ছে গরমের আবহ।

গরমের দিনে কালো ঘোর ছাড়া ভালো,
পুরনো মন পুরনো জীবন এবার স্বাগত জানালো।
খুলে ফেলো জানলা আর ভেসে যাও বাইরে,
তোমার কাছে গিয়ে সবকিছু শুধু সত্যি হয়ে যাবে।

আরও পড়ুন -  প্রকাশ্যেই করলেন কেলেঙ্কারি, পবন সিং এবং নিধি ঝা, ভিডিও ভাইরাল ঝড়ের গতিতে

গরমের সূর্য যত তাপমাত্রা সৃষ্টি করে,
সেই তাপ নিয়ে সবাই শান্ত হয়ে বসে থাকে।
স্নান করে গরম জলে থাকলে ভালো লাগে,
দুপুরে কাঁচা আম খেতে হাত এটাতে আগে।

আরও পড়ুন -  কালাবুর্গি থেকে হিন্ডন পর্যন্ত প্রথম সরাসরি বিমান পরিষেবার সূচনা

গরমের দিনে সাজিয়ে নিতে পারে সুন্দর উড়নচন্ডী,
আকাশ থেকে ফেরত দেয় শুধু মনে মনে সুখী।
বাগানের সবুজ পাখি গান গেয়ে গায়,
মনে করে আমরা সেখানে প্রবেশ করে যাই।