পরিচিত একজন অভিনেত্রী দিয়া মুখার্জ্জী বাংলা টেলিভিশন জগৎ-এর। দর্শকদের মাঝে মিঠাইরানির ননদ শ্রীতমা হিসাবেই পরিচয় তার। ৬ বছর বয়স থেকেই এই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন দিয়া।
২০১২-তে ‘সতী’ ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রেখেছিলেন। জি বাংলার পর্দায় ‘সীমা রেখা’ ধারাবাহিকে অভিনয় করেই নজর কেড়েছিলেন অভিনেত্রী। এই ধারাবাহিকে ইন্দ্রানী হালদারের পাশাপাশি দুই ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন।
View this post on Instagram
যার সূত্র ধরে দর্শক মাঝে প্রশংসা পেয়েছিলেন দিয়া। এছাড়াও ‘তুমি এলে তাই’, ‘নজর’, ‘নেতাজি’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে ভূমিকায় অভিনয়ে দেখা গেছে।
অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় দিয়া। নিজের একাধিক ঝলক নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি একাধিক নজরকাড়া ফটোশুটেও অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ঝলক নিজেই শেয়ার করে নিয়ে চর্চায় থাকেন তিনি। এই মুহূর্তে তেমনি একটি ঝলক নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিয়ে তুমুল চর্চিত পর্দার শ্রীতমা।
সাম্প্রতিক ঝলকে অভিনেত্রীকে লাল পাড় ঘিয়ে রঙের গরদের শাড়িতে দেখা গিয়েছে। ব্লাউজ ছাড়াই ক্যামেরার সামনে মোহময়ী রূপে হাজির ছিলেন অভিনেত্রী। ভারী কানের দুলে কাঁধে, হাতে এবং গলায় সাদা রঙ দিয়েই আঁকা ছিল কলকা। মোটা করে কাজলের পাশাপাশি পরেছিলেন লাল সিঁদুরের টিপও। লাল লিপস্টিকে নিয়েছিলেন নুড গ্লসি মেকাপও। ছাউনি দেওয়া একটি ঘরেই দেখা মিলেছিল তার।
View this post on Instagram