৮০ দিনে বিশ্বভ্রমণ দুই বান্ধবীর, ৮১ বছর বয়েসে

Published By: Khabar India Online | Published On:

৮০ দিনে বিশ্বভ্রমণ করেছেন, ৮১ বছরের দুই বান্ধবী এলি হ্যাম্বি ও স্যান্ডি হ্যাজেলিপ। একজন তথ্যচিত্র পরিচালক, অন্যজন চিকিৎসক।

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে যাত্রা শুরু করে মাত্র ৮০ দিনে বিশ্বভ্রমণ করেছেন ৮১ বছরের দুই বান্ধবী। নিজেদের ভ্রমণ সম্পর্কে সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানান।

আরও পড়ুন -  Short Film: গোপন সম্পর্ক বিবাহিত মহিলার সাথে, এই যুবকের কুকীর্তি ভাইরাল শর্টফিল্মে

স্যান্ডি জানান, ৮০ বছর পেরোতেই বিশ্বভ্রমণের কথা তাদের মাথায় আসে। আমরা আগেও একসঙ্গে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি। যখন ৭৬ বছর বয়স তখন আমরা আলোচনা করেছিলাম যে বিশ্বভ্রমণে যাবো। ৮০ পেরোতেই আমরা ঠিক করি এবার বের হতে হবে।

আরও পড়ুন -  কৌশলগত নীতি ইউনিট : আয়ুষ ক্ষেত্রকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে আয়ুষ মন্ত্রকের নেওয়া একটি পদক্ষেপ

এলি হ্যাম্বি বলেন, আরও আগেই বেরিয়ে পড়তাম। কোভিডের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। কোভিড কমতেই আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম।

লন্ডন, জাঞ্জিবার, জাম্বিয়া, মিশর, নেপাল, বালি ও ভারত ঘুরে ৮০ দিনের বিশ্বভ্রমণ শেষে সম্প্রতি টেক্সাস ফিরে গিয়েছেন এলি এবং স্যান্ডি।

আরও পড়ুন -  শ্রী অর্জুন মুন্ডা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশে ৩১টি শহরে ‘ট্রাইবস ইন্ডিয়া অন হুইল্স’ মোবাইল ভ্যানের সূচনা করেছেন

ছবিঃ সংগৃহীত