RCB Vs LSG: ছাদে বল স্টেডিয়ামের, কোহলিদের চলতি আইপিএলে সবচেয়ে লম্বা ছক্কা

Published By: Khabar India Online | Published On:

গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এবারের আইপিএলে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে কে এল রাহুলের দল।

ব্যাঙ্গালোরের দেওয়া ২১৩ রানের বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শেষ বলে ১ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে লখনউ সুপার জায়েন্টস। চলতি আইপিএলে হেরেও বিস্ময়কর রেকর্ড গড়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল। রাহুলের সেই সিদ্ধান্ত পুরোপুরি ভাবে ব্যর্থ প্রমাণিত হয়। অধিনায়ক ডুপ্লেসিসের সাথে ওপেনিং করতে নেমে ধ্বংস যজ্ঞ শুরু করেন বিরাট কোহলি। মাত্র ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলে সাজগোরে ফেরেন তিনি। তারপর ডুপ্লেসিসের সাথে জুটি বেঁধে বিস্ফোরক ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুন -  Anushka Sharma: অনুষ্কা মা হলেন দ্বিতীয় সন্তানের, কী হল বিরাট-পত্নীর?

লখনউ সুপার জায়েন্টসের বোলারদের রিমান্ডে নিয়ে মাত্র ২৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি।  অধিনায়ক ডুপ্লেসিস ৪৬ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে ৩ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শ্রীমতী মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২১৩ রানের বিশাল ব্যবধানে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে-তে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে লখনউ সুপার জায়েন্টস। কিন্তু মার্কাস স্টয়নিসের ৩০ বলে ৬৫ রানের ইনিংস ও নিকোলাস পুরানের ১৯ বলে ৬২ রানের বিস্ফোরক ইনিংসের উপর নির্ভর করে শেষ বলে ম্যাচ জিতে লখনউ সুপার জায়েন্টস।

এবারের আইপিএলে সবচেয়ে লম্বা ছক্কা মেরে রেকর্ড করেছেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক ডুপ্লেসিস। ম্যাচের ১৫তম ওভারে রবি বিষ্ণোইকে জোড়া ছক্কা মারেন তিনি। দ্বিতীয়টি মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে উড়ে যায়। বল গিয়ে পড়ে স্টেডিয়ামের ছাদে। নিজের মারা শর্ট দেখে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না ডুপ্লেসিস। অপর প্রান্তে থাকা গ্লেন ম্যাক্সওয়েলও হাঁ হয়ে যান। দেখা যায়, বিশাল ছক্কা মেরেছেন ডুপ্লেসিস।