Nora Fatehi: হাসির ফোয়ারা, হাওয়া ভরা বালিশ, না সাবানের ফেনা, কী পরেছেন নোরা ফতেহি?

Published By: Khabar India Online | Published On:

নোরা ফতেহি, হাওয়া ভরা বালিশ, না সাবানের ফেনা! কী পরেছেন নোরা?  সম্প্রতি এক পুরস্কার অনুষ্ঠানে তার উপস্থিতি হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। নেটদুনিয়ার সর্বত্র চর্চা চলছে, এ আবার কী পোশাক! কী উদ্ভট দেখাচ্ছে নোরাকে!

ফ্রেম জুড়ে নোরার দুধসাদা পোশাক। বিশাল দুই হাতাওয়ালা গাউনে নোরাই যেন ঢাকা পড়ে গিয়েছেন! গলাবন্ধ গাউনের গলা থেকে বুক অবধি রুপোলি কাজ। বিস্ফোরণের মতো বেরিয়ে এসেছে দু’টি বিপুলকায় হাতা! তার পর দু’হাতের পাতায় সাদা দস্তানা। এ কেমন সাজ নোরার! হেসেই মরছেন সকলে।
মন্তব্য করেছেন একজন, “ম্যাম, আমার বালিশদুটো ফেরত দিন, ঘুমাব।” আবার কেউ লিখলেন, “ওর বোধ হয় জ্বর এসেছে। চিকিৎসক বলেছেন, সব সময় কম্বল মুড়ি দিয়ে ঘুরতে। তাড়াতাড়ি সেরে উঠুন নোরা!” আর এক জন তার পোশাকের হাতাগুলিকে হাওয়া ভরা ব্যাগের সঙ্গে তুলনা করে লিখলেন, “এয়ারব্যাগ সুরক্ষা হিসেবে ভাল।”

আরও পড়ুন -  Vladimir Putin: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কাজাখস্তানের সফরে

কারও বক্তব্য, এই বালিশময় পোশাক তারও চাই, কারণ এটা পরে যেখানে সেখানে ঘুমিয়ে পড়া যাবে। এ হেন মন্তব্যে হাসির বান নেটদুনিয়ায়। নোরা এখনও মুখ খোলেননি।

আরও পড়ুন -  Lok Sabha Election-2024: অভিষেক বন্দোপাধ্যায় রেকর্ড করলেন, গোটা দেশে লোকসভা ভোটে জয়ের ব্যবধানে

নাচতে ভালবাসেন নোরা। রিয়্যালিটি শো দিয়েই আত্মপ্রকাশ করেছিলেন ইন্ডাস্ট্রিতে। সেই থেকে বিভিন্ন ছবিতে তাকে ‘আইটেম ডান্সার’ হিসেবে দেখা গেছে। কিছু হিট গানের ভিডিওর মধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছে, যার মধ্যে রয়েছে ‘সাকি সাকি’ ও ‘দিলবর’। গত বছর কাতারে ফিফা বিশ্বকাপে অনুষ্ঠান করেও বিপুল জনপ্রিয়তা পেয়েছেন নোরা।

আরও পড়ুন -  Protests: ইতালিতে বিক্ষোভ, ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে

শেষ বার সিদ্ধার্থ মলহোত্র ও রকুল প্রীত সিংহ অভিনীত ‘থ্যাঙ্ক গড’-এ দেখা গিয়েছে। আগামী দিনে নোরা থাকবেন সাজিদ খান পরিচালিত ‘হান্ড্রেড পারসেন্ট’ ছবিতে। সে ছবিতে অভিনয় করেছেন শেহনাজ গিল, জন আব্রাহাম ও রীতেশ দেশমুখ।