ওয়ানডে দল ঘোষণা আয়ারল্যান্ডের বিপক্ষে, পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী প্রথমবারের মতো জায়গা পেলেন

Published By: Khabar India Online | Published On:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের বিপক্ষে। এই প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। দলে জায়গা পাননি মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। চোটের কারণে ছিটকে যাওয়ায় দলে রাখা হয়নি পেসার তাসকিন আহমেদকে।

আরও পড়ুন -  ২-১ সিরিজ জয় ভারতের

রবিবার এক বিবৃতিতে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। ইনজুরির কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ। আগামী মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

লিটন দাসকে আইপিএলের জন্য এনওসি দিলেও আয়ারল্যান্ড সিরিজের দলে রেখেছেন নির্বাচকরা। তাই কলকাতায় যোগ দিলেও আগামী মাসের শুরুতে আবারও জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যেতে আইপিএল ছাড়তে হবে লিটনকে।

আরও পড়ুন -  IPL 2023: অধিনায়ককে ধুইয়ে দিলেন বীরেন্দ্র শেবাগ, ১৮ কোটি দিয়ে অভিজ্ঞতা কেনা যায় না

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ এবং ১৪ মে।

বাংলাদেশ স্কোয়াডঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইয়াসির আলি চৌধুরি, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং হাসান মাহমুদ।

ছবিঃ সংগৃহীত

আরও পড়ুন -  সপ্তম স্বর্গে অস্ট্রেলিয়া, নারী বিশ্বকাপ