County Championship 2023: ভারতীয় ক্রিকেটে আনন্দের আনন্দ, প্রথম ম্যাচেই সেঞ্চুরি চেতেশ্বর পূজারার ব্যাটে, কাউন্টিতে

Published By: Khabar India Online | Published On:

কাউন্টিতে, প্রথম ম্যাচেই শত রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে বিরল রেকর্ড গড়লেন ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা।

ডারহামের বিরুদ্ধে পূজারা সেই ইনিংস দেখে খুশিতে ডগমগ হয়ে উঠেছেন ভারতীয় সমর্থকরা। চলতি বছরের শেষ লগ্নে ইংল্যান্ডের মাটিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা আসর খেলবে ভারত। প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে শক্তিশালী অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে পূজারার এমন অনবদ্য পারফরমেন্স ভারতীয় টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন -  Snehasish Chakraborty: সিরিয়াল নির্মাণ ছাড়তে চেয়েছিলেন স্নেহাশিস চক্রবর্তী, শাশুড়ি-বৌমার কুটকাচালি শুধু

জানিয়ে রাখি, ভারতের তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা বর্তমানে সাসেক্সের অধিনায়ক হিসেবে কাউন্টি ক্রিকেট খেলছেন। প্রথম ম্যাচে ডারহামের বিরুদ্ধে ১৬৩ বলে ১৩টি চার ও একটি ওভার বাউন্ডারি সহ ১১৫ রানের ঝকঝকে ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন।

তখন চেতেশ্বর পূজারার স্ট্রাইক রেট ছিল ৭০-এর উপর। ডারহামের বিরুদ্ধে পূজারা সেই ইনিংস দেখে খুশিতে ডগমগ হয়ে উঠেছেন ভারতীয় সমর্থকরা।

হোভে প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে ডারহাম। লম্বা রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে সাসেক্স ভালো শুরু করে। প্রথম অঘটন ঘটে ৯.২ ওভারে। দলের ৪২ রানের মাথায় ভাগ্যের দোষে আউট হয়ে সাজঘরে ফেরেন আলি ওর। এরপর শুরু হয় সাসেক্সের ব্যাটসম্যানদের আশা আর যাওয়া। তবে পঞ্চম উইকেটে অলি কার্টারের সাথে ১১২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন চেতেশ্বর পুজারা।

আরও পড়ুন -  Sara Ali Khan: সারা আলি খান বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, সাইফ আলি খানের জামাই এই ক্রিকেটার হতে চলেছেন

অলি কার্টার সাজঘরে ফিরলে জর্জ গার্টনের সঙ্গে ৪২ রানের একটি ছোট্ট পার্টনারশিপ গড়েন তিনি। জর্জ গার্টনে আউট হয়ে সাজঘরে ফেরার পর পরই LBW হন অধিনায়ক চেতেশ্বর পুজারা।

আরও পড়ুন -  মাস্ককে ভাইরাস মুক্ত করুন

আগে তার ব্যাট থেকে ১১৫ রানের ঝকঝকে ইনিংস উপহার পায় সাসেক্স। সেই আনন্দে ভাগ বসান ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আগামী ৭ই জুন থেকে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হচ্ছে। যে ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা চেতেশ্বর পুজারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।