বলিউড অভিনেত্রীকে টেক্কা হটনেসের, মনোজ তিওয়ারির মেয়ে রীতি, ছবি দেখুন

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং গায়ক মনোজ তিওয়ারি। 

এখন পর্দায় তাকে সেভাবে দেখা না গেলেও দর্শকদের মাঝে তার জনপ্রিয়তা কমেনি এতোটুকুও। বর্তমানে মিডিয়ার পাতায় তিনি নিজের মেয়ের সূত্র ধরেই চর্চায় আছেন। তার বড় মেয়ে রীতি তিওয়ারিই মিডিয়ার নজর আকর্ষণ করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Rhiti Tiwari (@rhitiii)

রীতি তিওয়ারি মনোজ তিওয়ারির প্রথম পক্ষের বড় মেয়ে। বলে রাখা ভালো, অভিনেতা গায়ক দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথম পক্ষের দুটি কন্যা ও দ্বিতীয় পক্ষের একটি।

আরও পড়ুন -  Life: নতুন অধ্যায়ে স্পর্শিয়া জীবনে

মনোজ তিওয়ারি নিজের তিন কন্যা সন্তানকে নিয়েই বেশ গর্বিত। একাধিক সাক্ষাৎকারে তার কথা শুনেই স্পষ্ট হয়েছে। এখন রীতির একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল। সেই ঝলকের সূত্র ধরেই এই মুহূর্তে রীতির পাশাপাশি চর্চায় অভিনেতা এবং গায়কও।

আরও পড়ুন -  Rakhi Sawant: ‘আমার জীবনটা ছারখার করে দিয়েছে আমার স্বামী’, রাখি সাওয়ান্ত

রীতি তিওয়ারি নিজের বাবার পথই অনুসরণ করেছেন। সেকথা অবশ্য তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। তিনিও প্রায়ই নিজের গান গাওয়ার একাধিক ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়।

 

View this post on Instagram

 

A post shared by Rhiti Tiwari (@rhitiii)

তিনি নেহাতই মন্দ গান করেন না, তার কণ্ঠ শুনলেই স্পষ্ট হবে। এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মত, মনোজ তিওয়ারির এই কন্যা রূপে-গুণে বলিউডের ডিভাদেরও টেক্কা দেওয়ার ক্ষমতা আছে। রীতিকে নিয়ে প্রায় একাধিক সাক্ষাৎকারে প্রশংসা করে থাকেন অভিনেতা। নিজের বড় মেয়েকে নিয়ে বেশ গর্বিত, তা আর আলাদাভাবে উল্লেখ করার দরকার নেই।

আরও পড়ুন -  Shah Rukh-Salman:: পিছিয়ে গেল বাদশাহ ও ভাইজানের ছবির শুটিং, শাহরুখ পুত্রের জন্য