“বৃষ্টির ধারায় তোমার মনের আবদ্ধতা”

Published By: Khabar India Online | Published On:

রোমান্টিক তোমার স্পর্শে। 

বৃষ্টির ধারা আসে আমার মনে,
তুমি যেতে চাও না কেন পরের বারবারে?
আমার চোখের নীরব অভিধানে
আবার তোমার মনের আবদ্ধতা পাওয়া যায়।

আরও পড়ুন -  স্মৃতির বেদনা, কবিতার মাঝে থাকে ঝলমলের...!

তোমার স্পর্শে হয়ে আমার দুঃখ ভাঙতে পারি,
তোমার স্বপ্নে কখনও সময় কাটাতে পারি।
তোমার ভালোবাসা হৃদয়ে ঢেউ দিয়ে গেছে,
এখন তুমি যেতে চাও আমাকে সেই ঢেউটা ছেড়ে।

আরও পড়ুন -  এই ওয়েব সিরিজে মুহূর্তে মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্য, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

বৃষ্টির ধারা এখন শেষ হয়ে গেছে,
আমি আবার তোমার অপেক্ষায় থাকি স্বপ্নে জীবনে।
তোমার মনের আবদ্ধতা আমাকে আবার ভালোবাসা করে,
আশা করি আমাদের মিলন কখনও হবে না কখনো হারানো মাঝে।

আরও পড়ুন -  চা চক্রে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ