Metro Orange line Fare: ভাড়ার তালিকা জারি হয়ে গেল মেট্রোর অরেঞ্জ লাইনে, জেনে নিন

Published By: Khabar India Online | Published On:

মেট্রোর অরেঞ্জ লাইনের ভাড়ার তালিকা প্রকাশিত হলো। মেট্রোরেলের জেনারেল ম্যানেজার কুমার রেড্ডি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যাপারে জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, রেলওয়ে বোর্ড সবুজ সংকেত দিলে এই লাইনে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে খুব শীঘ্রই।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণেশ্বর বা দমদম থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন যেতে ভাড়া লাগবে ৪৫ টাকা। এসপ্ল্যানেড, চাঁদনী চক, পার্ক স্ট্রিট এবং কালীঘাট থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত যেতে ভাড়া লাগবে ৪০ টাকা।

মহানায়ক উত্তম কুমার স্টেশন বা টালিগঞ্জ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত যেতে ভাড়া লাগবে ৩৫ টাকা করে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যেতে ভাড়া লাগবে ২০ টাকা।

আরও পড়ুন -  Kolkata Metro: এবার নীল দুনিয়ায় প্রবেশ গঙ্গার নীচে মাছেদের ঘোরাফেরা, মেট্রো সফরে নানান অভিজ্ঞতা হবে যাত্রীদের!

রুবির মোড়ে যে মেট্রো স্টেশন তৈরি করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন।  গোটা লাইনটি কলকাতা বিমানবন্দর থেকে শুরু হবে। বিমানবন্দর স্টেশন লাইনের কাজ এখন শেষ না হওয়ার কারণে সেদিনের অংশ এখনই চালু করা হচ্ছে না বলে জানানো হয়েছে মেট্রোরেলের পক্ষ থেকে।

আরও পড়ুন -  ‘ফুলের নামে নাম’ সাড়া ফেলেছে

মেট্রো সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো কবি সুভাষ স্টেশনের মাধ্যমে যুক্ত হবে। একটি হবে ব্লু লাইন ও আরেকটি হবে অরেঞ্জ লাইন। একই টোকেনে এক লাইন থেকে অপর লাইনে যাত্রীরা যেতে পারবেন। এই জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাত্রীরা দমদম বা দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে ওঠার পরে কবি সুভাষ স্টেশনে মেট্রো বদলে একেবারে রুবি পর্যন্ত চলে যেতে পারবেন। ফলে সময় অনেকটা কমবে, যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় থাকবে।

মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২০২২-২৩ আর্থিক বছরে মেট্রোরেলে গত আর্থিক বছরের তুলনায় অনেক বেশি যাত্রী হয়েছে।

আরও পড়ুন -  Kavi Subhas-Ruby Metro: চালু হচ্ছে না মেট্রো, কবি সুভাষ থেকে রুবি, কারণ কি?

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য কিউআর কোড ভিত্তিক টিকিট পরিষেবা শুরু করা হয়েছে। শুধুমাত্র গ্রীন লাইনে যাত্রীর চাপ সামলানোর জন্য যাত্রী ও স্বাচ্ছন্দের জন্য এই পদ্ধতিতে টিকিট কাটার সুবিধা মিলছে। নর্থ সাউথ করিডোর ও ব্লু লাইনে এই পরিষেবার দ্রুত পাওয়া যাবে। অরেঞ্জ লাইনে এই পরিষেবা শুরু হতে কিছুটা সময় লাগতে পারে, জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ফাইল ছবি