Virat Kohli: মার্কশিটের ছবি ফাঁস! কোহলির দশম শ্রেণীর, বেঁচেছেন অংকে অল্পের জন্য

Published By: Khabar India Online | Published On:

দেশে হাজার হাজার তরুণ-তরুণী রয়েছে, যারা অংক ও বিজ্ঞান নামক বিষয়টিকে এড়িয়ে চলতে বেশি পছন্দ করেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, ছাত্র-ছাত্রীরা এই দুটি সাবজেক্টের যেকোনো একটিতে ফেল করেছে কিংবা খুবই কম নম্বর পেয়েছে। কিন্তু এই তালিকায় সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে নিজের নাম লিখেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা রান মেশিন বিরাট কোহলি।

আরও পড়ুন -  Indian Cricketer: থানায় করা হল FIR, স্ত্রীকে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ উঠল, বিনোদ কাম্বলির বিরুদ্ধে

সম্প্রতি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় তার দশম শ্রেণীর মার্কশিটের ছবি শেয়ার করেছেন। ছবিটি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে তার ভক্তদের দ্বারা। ছবিটি ইতিমধ্যে কয়েক হাজার বার শেয়ার করা হয়েছে। পাশাপাশি একাধিক লাইক ও কমেন্ট অর্জন করে নিয়েছে বিরাট কোহলির দশম শ্রেণীর মার্কশিটের ছবি।

সম্প্রতি বিরাট কোহলি ছবিটি শেয়ার করার সময় লিখেছেন, “এটা মজার ব্যাপার যে, যে জিনিসগুলো আপনার মার্কশিটে সবচেয়ে কম যোগ করে, সেগুলো আপনার চরিত্রে সবচেয়ে বেশি যোগ করে।” তিনি আরও লিখেছেন, “যদি খেলাধুলায় আপনার মন থাকে, তবে সেই দিকে মন দিন।”

আরও পড়ুন -  আমের শরবত: গরমের দাবদাহে ঠান্ডা থাকার সেরা উপায়!

বিরাট কোহলির দশম শ্রেণীর যে মার্কশিটের ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে তাতে দেখা যাচ্ছে, তিনি গণিতে সর্বনিম্ন ৫১ নম্বর পেয়েছিলেন। বিজ্ঞান এবং প্রযুক্তিতে মাত্র ৫৫ নম্বর পেয়েছিলেন। ইংরেজির মত কঠিন বিষয়ে সর্বোচ্চ নম্বর (৮৩) পেয়েছেন। সামাজিক বিজ্ঞানে তিনি ৮১ নম্বর পেয়েছেন। যদি আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির কৃতিত্ব সম্পর্কে আলোকপাত করতে যাই, তবে এখনো পর্যন্ত বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫ সেঞ্চুরি করার বিস্ময়কর রেকর্ডটি লিপিবদ্ধ আছে।

আরও পড়ুন -  Jasprit Bumrah-Shreyas Iyer: আপডেট দিল BCCI, বুমরাহ ও আইয়ার ফিট কতটা হলেন?