বিভিন্ন খেলাধুলা অঙ্গনে বারবার অভিযোগ উঠে এসেছে মহিলা খেলোয়াড়দের দ্বারা। নিজের কোচ কিংবা কোচিং স্টাফদের দ্বারা বিভিন্ন সময় মহিলা খেলোয়াড় যৌন হেনস্থার শিকার হয়েছেন।
মহিলা খেলোয়াড়দের অভিযোগের ভিত্তিতে একাধিকবার দেখাও গেছে বিভিন্ন কোচিং স্টাফ গ্রেপ্তার হয়েছেন ও কারাবন্দিও হয়েছেন। সেই ঘটনার পরিমাণ কোনভাবেই হ্রাস করতে পারেনি ভারতের আইন বিভাগ।
সম্প্রতি এক মহিলা ক্রিকেটার নিজের কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে অভিযোগ জানিয়েছেন থানায়। ‘আনস্পোর্টিং কাজকর্ম’-এ যুক্ত হওয়ার কারণে ইতিমধ্যে ওই ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ ও ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ওই ব্যক্তির বিপক্ষে পকসো আইনের ৭ এবং ৮ নং ধারাতেও অভিযোগ দায়ের করেছে পুলিশ।
যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার হয়েছেন হরেন্দ্র শাহ নামক এক কোচ। তিনি ভারতের মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) সঙ্গেও বেশ কিছুদিন ধরে যুক্ত ছিলেন। ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)-দীপ্তি শর্মাদের (Deepti Sharma) সঙ্গে কাজ করার পাশাপাশি, দেরহাদুনে নিজের অ্যাকাডেমি গড়েছেন হরেন্দ্র শাহ।
দেরহাদুনে নিজের প্রশিক্ষণ অ্যাকাডেমিতে মূলত তিনি ১৩-১৮ বছর বয়সী মেয়েদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। সম্প্রতি ভাইরাল হওয়া এক অডিও ক্লিপে শোনা যাচ্ছে, হরেন্দ্র শাহ এক নাবালিকাকে জাতপাত তুলে গালাগালি দেওয়ার পাশাপাশি যৌন হেনস্থা করছেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাতেই নিজের সম্মান বাঁচাতে ওই কোচ আত্মহত্যা করার চেষ্টা করেন বলেও জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
ফাইল ছবি