“রমণীর সুন্দর সৃষ্টি”

Published By: Khabar India Online | Published On:

সুন্দরী রমণী। 

সুন্দরী রমণী কেমনে সে থাকে,
তার আকৃতি কেমন মন লুকানো রাখে।
চোখের নেশা যেন পাখির আওয়াজ,
হৃদয়ে যেন সুরের মাধুর্য।

সোনার মত তার স্নেহ ছড়ায়,
মন ভালোবাসা করে সে সদায়।
যেন রঙ্গিন মেঘের সোনা চাঁদ,
তার সুন্দর মুখে স্মৃতি প্রতিফলিত হয় বারবার।

সুন্দরী রমণী আমি আমার,
সে না থাকলে থাকি না আমার।
হৃদয় ভরে জয় জয় রমণী,
তোমার সুন্দর মুখে ভরা আমার হৃদয়।

আরও পড়ুন -  মন ডাকছে...

তারপর পাখির গান শুনে আমি ভাবি,
দিনের আলো হয়ে বের হয় সে সময়টা।
চলে যাওয়া বাতাসে সে নাচে মাতালে,
হৃদয় জোড় করে সে আমার মনে ভালবাসা ছড়ায় বারবার।

আরও পড়ুন -  Good Mind: মন ভালো রাখতে যা করতে পারেন

প্রতিদিন মনের কথা বলে সে আমার সাথে,
স্বপ্নে আমার ছুঁয়ে থাকে সে আমার হাতে।
সে জানে আমার সব রহস্য,
তাই সে আমার জীবনের মধ্যে মুক্তির আশা ছড়ায়।

সুন্দরী রমণী কেমনে সে থাকে,
তার আকৃতি কেমন মন লুকানো রাখে।
চোখের নেশা যেন পাখির আওয়াজ,
হৃদয়ে যেন সুরের মাধুর্য ছড়ায়।

আরও পড়ুন -  কে বলুন তো ?

সোনার মত তার স্নেহ ছড়ায়,
মন ভালোবাসা করে সে সদায়।
যেন রঙ্গিন মেঘের সোনা চাঁদ,
তার সুন্দর মুখে স্মৃতি প্রতিফলিত হয় বারবার।

সুন্দরী রমণী আমি আমার,
সে না থাকলে থাকি না আমার।
হৃদয় ভরে জয় জয় রমণী,
তোমার সুন্দর মুখে ভরা আমার হৃদয়।