Weather Update: কোন জেলা ভিজবে বৃষ্টিতে? রাজ্যজুড়ে ফের প্রবল ঝড়বৃষ্টি হবে, ওয়েদার আপডেট পড়ুন

Published By: Khabar India Online | Published On:

গত সপ্তাহ শুরু হয়েছিল ব্যাপক বৃষ্টি এবং আকাশের মুখভার নিয়ে। উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজেছিল দক্ষিণবঙ্গও। সেই চিত্র এখন উধাও। তপ্ত দুপুর ফিরে এসেছে কলকাতাসহ সংলগ্ন এলাকা। গরমে রীতিমত নাজেহাল বঙ্গবাসী। এর মধ্যেই খুশির খবর শুনিয়েছে হাওয়া অফিস। তপ্ত গরম থেকে রেহাই পেতে বাংলার জেলায় জেলায় হবে ঝড় বৃষ্টি। সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় আকাশের মুখভার। আলিপুর আবহাওয়া অফিস বলেছে যে, শুক্রবার আবার রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -  Weather Forecast: বাংলায় ব্যাপক আবহাওয়ার পরিবর্তন হবে ৪৮ ঘন্টায়, ফিরবে শীতের স্পেল?

দক্ষিণবঙ্গে এখন মেঘলা আকাশের দেখা মিলবে। আজ বেলা গড়ালে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের সাথে বৃষ্টির নতুন স্পেল দেখা যাবে দক্ষিণবঙ্গে। বিশেষ করে উপকূলের জেলা।  দুই মেদনীপুর, হাওড়া ও দুই ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃষ্টি হলেও দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বাড়বে। পাশাপাশি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে গোটা দিন জুড়ে।

আরও পড়ুন -  Weather update: কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে আগামী সপ্তাহে, প্রভাব পড়বে কোন কোন জেলায়?

আগামী শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলার বেশিরভাগ জেলাতেই থাকবে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতে। আগামী শুক্রবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা  ও দক্ষিণ ২৪ পরগণাতে। দুর্যোগ চলবে শনি এবং রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -  পায়ের তলায় মাটি সরে যাবে, আম্বানির সন্তানদের জীবনযাপনের কথা জানলে

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ছিল। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।