Scotland: হামজা ইউসেফ ফার্স্ট মিনিস্টার হলেন, স্কটল্যান্ডের

Published By: Khabar India Online | Published On:

 ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হলেন হামজা ইউসেফ স্কটল্যান্ডের। মঙ্গলবার স্কটিশ পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে আধা-স্বায়ত্তশাসিত সরকারের প্রধান নির্বাচিত হন। এর মধ্য দিয়ে তিনি গত মাসে পদত্যাগ করা নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত হলেন। হামজা ইউসেফ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -  History: বিশ্বকাপে নামিবিয়ার ইতিহাস

তিন বিরোধী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের জয়ের কোনও সম্ভাবনা ছিল না। ১২৯ আসনের পার্লামেন্টে ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির ৬৪টি এবং গ্রিনদের সাতটি ভোট পেয়ে বিজয়ী হন ৩৭ বছর বয়সী হামজা।

দুই দলের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি আছে। এসএনপি প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডগলাস রস নিজ দলের ৩১ সদস্যের সবার ভোট পান। লেবার পার্টির আনাস সরওয়ার দলের ২২ সদস্যের ভোট পেয়েছেন। চার লিবারেল ডেমোক্র্যাট ভোট দিয়েছেন অ্যালেক্স কোল-হ্যামিল্টনকে।

আরও পড়ুন -  Jio Electric Cycle: জিও ইলেকট্রিক সাইকেল লঞ্চ, ৪০০ কিমি রেঞ্জ

হামজা স্কটল্যান্ডের ষষ্ঠ ফার্স্ট মিনিস্টার। জাতিগত সংখ্যালঘুদের থেকে নির্বাচিত প্রথম ফার্স্ট মিনিস্টার তিনি। পাকিস্তানি বংশোদ্ভূত হামজা সবচেয়ে কম বয়সী ফার্স্ট মিনিস্টারও বটে। এ ছাড়া প্রথম মুসলিম হিসেবে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ কোনও রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন।

আরও পড়ুন -  T20 World Cup: ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ডের কাছে হারল

সূত্রঃ বিবিসি, স্কাইনিউজ। ছবিঃ সংগৃহীত।