Virat Kohli: কোহলি ধ্বনিতে মুখরিত হল স্টেডিয়াম, বিরাট কোহলি যোগ দিলেন অনুশীলনে

Published By: Khabar India Online | Published On:

আর মাত্র দুটি প্রহর বাকি। আগামী ৩১শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৬তম সংস্করনের মেগা আসর। প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নের গুজরাটের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী চেন্নাই সুপার কিংস।

প্রত্যেকটি শিবির নিজেদের ক্রিকেটারদের একত্র করতে শুরু করেছে। কিছু শিবিরের ক্রিকেটাররা কঠিন অনুশীলন শুরু করলেন। সম্প্রতি সেই তালিকায় নাম লিখেছেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ শেষ করে পরিবারের সাথে ছুটি কাটিয়ে গত শনিবার ব্যাঙ্গালোর শিবিরে যোগ দিয়েছেন বিরাট কোহলি। এর মধ্যে একদিন অনুশীলন সেরে ফেলেছেন রান মেশিন। গত রবিবার তাকে অনুশীলনের নামতে দেখা গেল হোম গ্রাউন্ড চিন্নাস্বামীতে। সবুজ গ্রাউন্ডে নামতেই এক অপরূপ দৃশ্য দেখল গোটা ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন -  বাংলাদেশের জামালপুর শহরের দয়াময়ী মন্দির

রবিবার তিনি যখন চিন্নাস্বামীতে অনুশীলনের জন্য নামছিলেন তখন গ্যালারিতে হাজারো কন্ঠে ভেসে ওঠে কোহলি-কোহলি ধ্বনি। যখন তিনি মাঠে নামছিলেন তখন একাধিক ক্যামেরার লেন্স ব্যস্ত ছিল বিরাট কোহলির ছবি ও ভিডিও তোলার কাজে।

সম্প্রতি কয়েক সেকেন্ডের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে বেশ কিছু সময় ধরে সবুজ গ্রাউন্ডে ঘাম ঝরাচ্ছেন বিরাট কোহলি।

আরও পড়ুন -  টেক্কা দিলেন প্রিয়াঙ্কা চোপড়াকে কমবয়সী যুবতী ‘দেশি গার্ল‘ গানে, ব্যাপক কায়দায় নাচ দেখালেন

বিগত এক বছর চোটের কারণে ক্রিকেটের বাইরে থাকার পর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।

তিনি প্রথম ম্যাচ থেকে মাঠে নামবেন কিনা সে প্রসঙ্গে স্পষ্ট ধারণা দেয়নি ব্যাঙ্গালোর শিবির। উল্লেখ্য, রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আগামী ২রা মার্চ শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম আইপিএল ম্যাচ খেলতে নামবে।

আরও পড়ুন -  Team India: এবার কি টি-২০ বিশ্বকাপে দলের নেতৃত্ব দেবেন পান্ডিয়া? বড় খবর প্রকাশ্যে এলো