Asia Cup 2023: এশিয়া কাপ পাকিস্তানেই আয়োজিত হবে, খেলবে ভারতও! সমাধান সূত্র মিলল

Published By: Khabar India Online | Published On:

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের মেগা টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা থাকলেও শুরু থেকেই সেই টুর্নামেন্ট না খেলার হুমকি দিয়ে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আয়োজক দেশ পাকিস্তান যেদিন থেকে এশিয়া কাপের আসর আয়োজন করার অনুমতি পেয়েছে সেদিন থেকেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের বিরোধিতা করছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজিত হলে সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না ভারত।

আরও পড়ুন -  Cricketer’s Wife: ভারতীয় এই ক্রিকেটারের হবু স্ত্রী অপ্সরার চেয়েও সুন্দরী, আপনার হুঁশ উড়বে দেখলে

জানিয়ে রাখি, দুই দেশের মধ্যে রাজনীতির পারদ চরমে ওঠার কারণে ও খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের মাটিতে কোন মূল্যে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। হয় আয়োজক দেশ ভারতকে ছাড়াই এশিয়া কাপের আয়োজন করুক নতুবা নিরপেক্ষ ভ্যানুতে অনুষ্ঠিত হোক মেগা টুর্নামেন্ট।

আরও পড়ুন -  Rohit Sharma: রোহিত শর্মা, অধিনায়ক পদ থেকে ছাঁটাই!

ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে অসন্তোষ, তা বিভিন্ন সময় জানিয়েছেন পাক কর্মকর্তারা। পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে দাবী করেছেন, ভারতকে ছাড়াই এশিয়া কাপ আয়োজন করুক পাকিস্তান। ভারতকে ছাড়া এশিয়া কাপ আয়োজন করা মোটেও লাভজনক নয় পাকিস্তানের জন্য। এই বিষয়টি মাথায় রেখে একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সূত্রের খবর, আসন্ন এশিয়া কাপের মেগা আসরে মোট ৬টি দল অংশগ্রহণ করতে চলেছে। যদি ভারত ফাইনাল ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে সে ক্ষেত্রে এশিয়া কাপে সর্বমোট পাঁচটি ম্যাচ খেলবে বিরাট কোহলিরা। মনে করা হচ্ছে, ভারতের বিপক্ষে যে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সেগুলি পাকিস্তানের বাইরে যেমন শ্রীলংকা, আরব আমিরশাহি, ওমান সহ ইংল্যান্ডের মতো দেশে অনুষ্ঠিত হতে পারে। সে ক্ষেত্রে ভারতকে নিয়েই এশিয়া কাপ আয়োজন করতে সক্ষম হবে।

আরও পড়ুন -  Asia Cup 2022: তাকে ছাড়াই মাঠে নামবেন রোহিত শর্মা, পাকিস্তানের বিরুদ্ধে, দূর্ভাগ্য