ফাঁস করলেন বিরাট, গোপন কথা প্রেমের

Published By: Khabar India Online | Published On:

ক্রিকেট তারকা বিরাট কোহলি সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের ভালোবাসা এবং প্রেমপর্বের কথা শেয়ার করেছেন। বিরাটের সঙ্গে বলি অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রেমের কথা রীতিমতো আলোচনায় ছিল একসময়ে।

তাদের প্রেম নিয়ে কৌতুহলের সীমা ছিল না মানুষের। বিরাট এবং অনুষ্কার বিয়ের খবর শুনে মন ভেঙেছিল বহু অনুরাগীদেরই। জেনে নেয়া যাক এই দুষ্টু-মিষ্টি প্রেমকাহিনি।

আরও পড়ুন -  Virat Kohli: শিশু পার্কে বিরাট কোহলি দিল্লিকে হারিয়ে, ‘দিল তো বাচ্চা হ্যায় জি…..’

একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে প্রথম আলাপ হয় তাদের। বিরাট বলেন শ্যুটিংয়ের সময় ভীষণ নার্ভাস ছিলেন তিনি।

প্রথম সাক্ষাতে অনুষ্কাকে কী বলবেন, ভেবে না পেয়ে বিরাট মজা করে আলাপচারিতা শুরু করেছিলেন। তিনি অনুষ্কাকে জিজ্ঞাসা করে বসেন, আর লম্বা হিল ছিল না তার? আসলে বিরাট বুঝতে পারেননি যে অনুষ্কা এত লম্বা।

আরও পড়ুন -  ভার্চুয়াল মাধ্যমে আইসিসিআর সদর দফতরে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতি উন্মোচন রাষ্ট্রপতি'র

তিনি বলেন, তাদের প্রেম মজতে অনেকটা সময় লেগেছিল। ২০১৩ সালে তাদের আলাপ হওয়ার পর বন্ধুর মতোই মেলামেশা করতেন। কিছুদিনের মধ্যেই বিরাট মনেমনে অনুষ্কাকেই সেই বিশেষ মানুষ হিসেবে ভাবতে শুরু করেন।
আসলে বিরাট বুঝতে পারেন তাদের ব্যাকগ্রাউন্ড একরকম আর অনুষ্কা খুবই সাধারণ একজন। তাই তাদের প্রেমের গাড়ি চলতে শুরু করে দিয়েছিল।

আরও পড়ুন -  Virat Kohli: দুর্ঘটনা শ্রীলংকা শিবিরে, কোহলির ধ্বংসলীলা আটকাতে

২০১৭ সালের ১১ ডিসেম্বর এই তারকা জুটি ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। একমাত্র পরিবার এবং কাছের বন্ধুরাই আমন্ত্রিত ছিলেন।

ছবিঃ সংগৃহীত