সময়সীমা বাড়লো, আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক, বড়ো স্বস্তি সাধারণ মানুষের

Published By: Khabar India Online | Published On:

বর্তমানে, আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা খুব শীঘ্রই শেষ হয়ে যেতে চলেছে। আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যেই লিংক করিয়ে ফেলতে হবে প্যান কার্ড ও আধার কার্ড। এবার এলো বড় স্বস্তির খবর।

অন্যদিকে বাড়ানো হয়েছে ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা। আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করানো নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এই গুরুত্বপূর্ণ কাজের শেষ দিন ছিল ১ এপ্রিল ২০২৩। এত কিছু লিংক করার কাজ নিয়ে রীতিমত দিশেহারা হয়ে গিয়েছিলেন অনেকে।

আরও পড়ুন -  "অক্ষরভূমি"-সাহিত্য ম্যাগাজিনের শুভ সূচনা পর্ব ও গুণীজন সংবর্ধনা সভা

এবারে বড় স্বস্তি দিয়ে এই সময়সীমা বৃদ্ধি করলো জাতীয় নির্বাচন কমিশন। এই সময় সীমা বৃদ্ধি করে আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত করে দেওয়া হয়েছে।

আধার কার্ড ও ভোটার কার্ড আপনি কিভাবে লিংক করবেন? এই লিংকিং এর বিষয়টা অত্যন্ত সহজ।  আপনাকে প্রথমে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ওয়েবসাইটে গিয়ে কয়েকটি ধাপ পার করতে হবে। তাহলেই আপনার আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

১. প্রথমে আপনাকে NVPS এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে ঢুকে ফর্মস অপশনে ক্লিক করতে হবে।
২.  ওয়েবসাইটে রেজিস্টার থাকলে নিজের ইউজার নেম ও পাসওয়ার্ড ও ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে।

আরও পড়ুন -  Web Series: রয়েছে ঘনিষ্ঠ শয্যাদৃশ্য, দরজায় খিল দিয়ে তারপর দেখবেন উল্লুর এই রকম ৫ সিরিজ

৩. যারা রেজিস্টার্ড নন, তারা Don’t have account, Register as a new user অপশনে ক্লিক করতে হবে, তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা কোড দিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে। এরপরে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করতে হবে। ওটিপি, এপিক নম্বর ও পাসওয়ার্ডের মতো প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনাকে নিজেকে রেজিস্টার করতে হবে পোর্টালে।

আরও পড়ুন -  Akshara Singh: কেঁদে ফেললেন অক্ষরা সিং, গোপন এমএমএস ফাঁস হতেই

৪. এরপর আপনাকে FORM 6B তে ক্লিক করতে হবে ও নিজের রাজ্য ও বিধানসভা অথবা সংসদীয় নির্বাচন কেন্দ্র বেছে নিতে হবে।

৫. এবার নিজের ব্যক্তিগত তথ্য, ওটিপি ও আধার নম্বর প্রদান করতে হবে, প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে।

৬. এবার আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে ও তারপর আপনি নিজের আবেদন ট্র্যাক করার জন্য একটি রেফারেন্স নম্বর পাবেন। খুব শীঘ্রই আপনার আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করে দেওয়া হবে।

প্রতীকী ছবি