সোনার দামের উত্থান দেখে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তদের বছরের শুরুতে। রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে মার্চ মাসের শুরুতে দোলপূর্ণিমার সময় থেকে দাম কমতে শুরু করেছে মহামূল্যবান হলুদ ধাতুর। চলতি সপ্তাহের শুরুতে সব রেকর্ড ভেঙে সোনার দাম ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। ২০২০ সালের আগস্ট মাসের রেকর্ডও ভেঙেছে এই কয়েকদিনের রেট। আজ বুধবার দাম সামান্য কমেছে মূল্যবান হলুদ ধাতুর। বিশেষজ্ঞদের মতে, আগামী সময় সোনার দাম ৬৫ হাজারের গণ্ডি পেরিয়ে যাবে।
বুধবার, মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা এবং রূপা উভয় ক্ষেত্রেই মিশ্র প্রবণতা দেখা গেছে। বুধবার সকালে সোনা ৩৪ টাকা কমে ৫৮,৫৭৯ টাকায় লেনদেন দেখা গেছে। রূপার দাম ১৮৮ টাকা বেড়ে প্রতি কেজি ৬৮,৫৮২ টাকায় পৌঁছেছে। আগে মঙ্গলবার সোনার দাম ৫৮,৫৭৯ টাকা ও রৌপ্য ৬৮,৩৯৪ টাকায় বন্ধ হয়েছিল। সোনার দাম আবার কমতে শুরু করায় মুখে হাসি ফুটেছে ক্রেতা এবং বিক্রেতার।
প্রতীকী ছবি