নেচে কাঁপালেন এই সুন্দরী হলুদ শাড়িতে, বলিউড অভিনেত্রীদের টেক্কা দেবে, Dance Video

Published By: Khabar India Online | Published On:

আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে চলে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে।

আরও পড়ুন -  উল্লুর সর্বশেষ ওয়েব সিরিজ 'সবক ইশক কা'-এ সামাজিক সীমানার সমস্ত বেড়া ভেঙে গেল

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

সম্প্রতি এক সুন্দরী মহিলা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন হাজারো মানুষের কাছে।  তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। নাচের কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

আরও পড়ুন -  নোরা ফতেহিকে জোরে ধাক্কা দিলেন এই যুবতী, ‘নাচ মেরি রানি’ গানে, দারুণ জনপ্রিয়তা পেয়েছে ইন্টারনেটে, VIDEO দেখে নিন

এখন যে ভিডিওটি চর্চায় রয়েছে সেটি ‘পিক শেয়ার অফিসিয়াল’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ১০ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে মীরাকে শাড়ি লুকেই দেখা গিয়েছে। ভিডিওতে হলুদ শাড়িতে ভোজপুরি গানের তালে তার নৃত্য পরিবেশন বেশি নজর কেড়েছে নেটজনতার। একাধিক বলি গানের তালেও শাড়ি লুকে দেখা মিলেছে। উল্লেখ্য, নিজের ঘরের মধ্যেই নিজের এই নাচের ভিডিওগুলি বানিয়েছেন মীরা।

আরও পড়ুন -  নতুন নিয়ম আনলো RBI, শোধ করতে পারছেন না লোন, চিন্তা নেই

তার বানানো বেশ কিছু রিল ভিডিও একসাথে জুড়েই বানানো হয়েছে এই গোটা ভিডিওটি, যা এই উল্লেখ্য চ্যানেলে নজর রাখলেই স্পষ্ট হবে।