ভারত সেরা সবুজ মেরুন

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ   ভারত সেরা সবুজ মেরুন।

ভারত সেরা সম্মানে উজ্জ্বল এ টি কে মোহনবাগান। গোয়ার মান্ডবি নদীর তীরে খেতাব জয়ের সবুজ মেরুন পতাকা উড়লো আই এস এল ফুটবলের চুড়ান্ত লড়াইয়ে বাজিমাত করে । টাই ব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফ সি দলকে এ টি কে মোহনবাগান। নির্দিষ্ট সময়ে দুই দলই দুটি করে গোল করে। গোল দুটি করেন সবুজ মেরুন শিবিরের হয়ে পেত্রাতস পেনাল্টি থেকে। বেঙ্গালুরুর হয়ে প্রথম গোলটি করেন সুনীল ছেত্রী পেনাল্টি থেকে। অন্য গোলটি করেছেন রয় কৃষ্ণ।

আরও পড়ুন -  Budget News: বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমণ, KYC এর জন্য লাগবে শুধু প্যান কার্ড

নির্দিষ্ট সময়ে দুই দলই দুটি করে গোল করে। অতিরিক্ত সময়ে আর গোল হয়নি। তারপরে টাই ব্রেকারে এ টি কে মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথের বিশ্বস্ত হাত ঝলসে ওঠে। দুটি শট ফিরিয়ে দিয়ে ম্যাচের সেরা হন বিশাল কাইথ। এ টি কে মোহনবাগান নতুন অধ্যায় রচনা করল। জয় সবুজ মেরুন ব্রিগেডের।

আরও পড়ুন -  প্রত্যেকটা নারীর গল্প, ‘সাবরিনা’ ওয়েব সিরিজ

সৌজন্যে।