Imran Khan: রাস্তায় নামার আহ্বান ইমরানের, সমর্থকদের, বাসভবনে পুলিশ

Published By: Khabar India Online | Published On:

পুলিশ ইমরানের বাসভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। এরই মধ্যে এক ভিডিও বার্তায় সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন পাক প্রাক্তন প্রধানমন্ত্রী।

টুইটারে পোস্ট করা ভিডিওবার্তায় ইমরান খান বলেছেন, পুলিশ আমায় গ্রেপ্তার করতে এসেছে। তারা ভাবছে আমি গ্রেপ্তার হওয়ার পর দেশ ঘুমিয়ে পড়বে। আপনাদের (সমর্থক) এটি ভুল প্রমাণ করতে হবে।

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পোস্টার, গয়েরকাটায় দমকল কেন্দ্র তৈরির জন্য

পিটিআই প্রধান বলেছেন, সবাইকে তার বাড়ি থেকে তাদের অধিকার এবং হাকিকি আজাদির জন্য বেরিয়ে আসা উচিৎ। ইমরান খান বলেন, যদি আমার কিছু হয় বা আমাকে জেলে পাঠানো হয় বা আমি হত্যার শিকার হই, তাহলে আপনাদের প্রমাণ করতে হবে আপনি ইমরান খানকে ছাড়া সংগ্রাম করবেন। এই চোরদের ও একজন ব্যক্তির দাসত্ব মেনে নেবেন না, যিনি দেশের সিদ্ধান্ত নিচ্ছেন।

আরও পড়ুন -  Sri Lanka Victory: ষষ্ঠবার এশিয়া কাপ জয় শ্রীলঙ্কার, পাকিস্তানকে হারিয়ে

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী দলের সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সাঁজোয়া গাড়ি নিয়ে ইমরানকে গ্রেপ্তারে ইসলামাবাদ এবং লাহোর পুলিশ ইমরানের জামান পার্কের বাসভবনে হাজির হয়। এরপর প্রায় এক ঘণ্টা পর বাসভবনের বাইরে জড়ো হওয়া সমর্থকদের জলকামান এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে।

আরও পড়ুন -  Imran Khan: ইমরান খানকে গ্রেপ্তারে ব্যর্থ পুলিশ, সমর্থকদের বাধায়

সূত্রঃ ডন, জিও নিউজ। ছবিঃ সংগৃহীত