PAN-Aadhaar কার্ড লিঙ্ক কাদের করতে হবে ৩১ মার্চের মধ্যে, নির্দেশিকার খুঁটিনাটি সরকারি জানুন

Published By: Khabar India Online | Published On:

একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা প্রয়োজন আয়কর দপ্তর। নাহলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে, আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক।

লিঙ্ক করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা ও বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে, যদি ৩১ মার্চ, ২০২৩ সালের আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার উপর ১০ হাজার টাকা জরিমানা করা হবে।

আরও পড়ুন -  Sri Lanka: খাদ্য, জ্বালানি এবং ত্রাণ কর্মসূচি ঘোষণা, শ্রীলঙ্কায়

এই কাজ না হলে ১ এপিল, ২০২৩ থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

এরমাঝে একটাই প্রশ্ন যে সবাইকে কি এই ৩১ মার্চের মধ্যে তাঁদের আধার এবং প্যান কার্ড লিংক করতে হবে। আপাতত নোটিশ পড়ে সেটাই মনে হবে। আপনি যদি সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের নির্দেশিকা খুঁটিয়ে লক্ষ্য করলেই এই বিষয়ে সব বিভ্রান্তির অবসান হবে।

বলা আছে যে চলতি বছরের ৩১ মার্চের মধ্যে কোন ভারতীয় নাগরিকদের প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করাতেই হবে, কাদের তার দরকার পড়বে না।

আরও পড়ুন -  মাথার ছাদ কেড়ে নিতে চাইছে কেন্দ্র, মুকুল রায়ের, প্রস্তুতি শুরু

ওই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, প্রত্যেক ভারতীয় নাগরিক, যাঁদের প্যান কার্ড ইস্যু করা হয়েছে ২০১৭ সালের ১ জুলাই বা তার আগের কোনও তারিখে, তাঁদের সবারই চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া উচিত। না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এখনই চেক করে নিতে পারেন, আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক আছে নাকি।

আরও পড়ুন -  ওষুধের দোকানের আড়ালে ফেনসিডিল এবং নিষিদ্ধ ওষুধের ব্যবসা

প্যান আধার লিঙ্ক স্ট্যাটাস চেক:

UIDAI ওয়েবসাইটে যান https://uidai.gov.in/
“Aadhaar Services” মেনু থেকে “Aadhaar Linking Status” নির্বাচন করুন
আপনার 12 সংখ্যার আধার নম্বর লিখুন এবং “স্ট্যাটাস পান” বোতামে ক্লিক করুন
এখানে আপনাকে আপনার প্যান কার্ড নম্বর, সেইসাথে ক্যাপচা কোড লিখতে হবে
PAN-Aadhaar লিঙ্কিংয়ের স্থিতি পরীক্ষা করতে “Get Linking Status” এ ক্লিক করুন
আপনি স্ক্রিনে দেখতে পাবেন যে আপনার আধার-প্যানের সাথে লিঙ্ক করা আছে কি না।