Weather update: কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে আগামী সপ্তাহে, প্রভাব পড়বে কোন কোন জেলায়?

Published By: Khabar India Online | Published On:

ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা জেলায়। তারই মাঝে এবার কারবৈশাখের পূর্বাভাস দিয়ে দিলো হাওয়া অফিস। আগামী সপ্তাহে বাংলায় ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

বৃষ্টি হতে পারে মূলত কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। সোমবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন -  কীটনাশক খেয়ে আত্মহত্যা গৃহবধুর

রবিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২১.৮ ডিগ্রী সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৮০ শতাংশ। জলীয় বাষ্প খুব কম থাকায় শুষ্ক ভাব বিরাজ করেছে আবহাওয়ায়।

পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে একটি গভীর অক্ষরেখা বিরাজ করছে যার ফলে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল আসতে শুরু করেছে। দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে ও হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহে একটি ঝঞ্ঝা উপস্থিত হতে পারে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন -  শোভারানি মজুমদারের মৃত্যুর ঘটনায় সাংবাদিক বৈঠক

কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। মার্চ মাসের মাঝামাঝি নাগাদ বাংলায় কালবৈশাখীর দেখা মিলতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।

১৫ মার্চ বুধবার থেকে আবহাওয়া বদল হতে পারে। তাপমাত্রা কিছুটা কমলেও ১৬ ও ১৭ মার্চ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে আরো একবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। ১৩ এবং ১৪ মার্চ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং জেলায়। বুধবার ১৫ ই মার্চ থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -  ধেয়ে আসছে ‘ইয়াস’, বিপর্যয় মোকাবিলায় মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করলেন

প্রতীকী ছবি