Emiliano Martinez: বিশ্বকাপের গ্লাভস বিক্রি মার্টিনেজের, শিশুদের জন্য ক্যান্সার আক্রান্তের পাশে

Published By: Khabar India Online | Published On:

যে গ্লাভস পরে ফ্রান্সের পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে জয় পাইয়ে দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ  বিশ্বকাপ ফাইনালে। শিশুদের ক্যান্সার হাসপাতালের সহায়তায় সেই গ্লাভসটি নিলামে তোলা হয়। যা বিক্রি হয়েছে ৪৫ হাজার মার্কিন ডলারে।

আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন ইন্সটাগ্রামে জানায়, শুক্রবার অনলাইনে অনুষ্ঠিত হয় এই নিলাম। ইংল্যান্ড থেকে ভার্চুয়ালি অংশ নেন মার্টিনেজ। নিলাম থেকে পাওয়া ৪৫ হাজার মার্কিন ডলার পাবে গাররাহান হাসপাতাল। মূলত আর্জেন্টিনার শিশুদের প্রধান হাসপাতাল।

আরও পড়ুন -  Shane Warne: প্রয়াত হলেন শেন ওয়ার্ন, হৃদরোগে আক্রান্ত

কাতারের দোহায় বিশ্বকাপ ফাইনালে মহাগুরুত্বপূর্ণ ধাপে নায়ক হন মার্টিনেজ।

নিলামে নিজের স্মরণীয় গ্লাভস বিক্রি করে দেওয়ার প্রস্তাব পাওয়ার পর বিনাবাক্যে রাজী হওয়ার কথা জানান মার্টিনেজ, ‘তারা যখন আমাকে বিশ্বকাপের গ্লাভসটা দান করতে প্রস্তাব দেন, আমি একদম দ্বিধা করিনি। কারণ এটা বাচ্চাদের জন্য।’

আরও পড়ুন -  T20 World Cup: টাইগারদের বিশ্বকাপ শুরুতেই, বোলারদের তোপ

গত ফেব্রুয়ারিতে গ্লাভস নিলামে তোলার ঘোষণার পর এর ভেতরে নিজের অটোগ্রাফ দিয়ে রেখেছেন অ্যাস্টন ভিলার হয়ে খেলা গোলকিপার।

নিজের বিশেষ অর্জনের স্মারক হাতছাড়া করার পেছনে মানবিক দিকটিই বেশি নাড়া দিয়েছে তাকে। তিনি বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল প্রতিদিন খেলা যায় না। এটা বিশেষ। বাড়িতে ফ্রেম করে বাঁধিয়ে রাখার চেয়ে এটা শিশুদের কাজে লাগলে সেটা অনেক বেশি কাজের হয়।’

আরও পড়ুন -  Lata Mangeshkar: ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের চোখে জল জন্মদিনে, ভাইরাল গায়িকার ভিডিও

ছবিঃ সংগৃহীত