Parimani: ওর পাশে ঘুমালে, পরীমনির মনখারাপ মুছে যায়

Published By: Khabar India Online | Published On:

মানুষ এমন এক জনকে খোঁজে দিনের শেষে। যার পাশে বসলে সারা দিনের ক্লান্তি দূর হয়। পেশাদার জীবনের চাপ, ব্যক্তিগত জীবনের নানা সমস্যার মাঝে এমন একটা আশ্রয় খোঁজে অনেকেই। সেই শান্তির আশ্রয় খুঁজে পেয়েছেন পরীমনি। তার কথায়, “তার পাশে বসলে ঘুম এসে যায় তাড়াতাড়ি। সব অবসাদ এক মিনিটে দূর হয়ে যায়।”

আরও পড়ুন -  করোনা টিকা নিতে গিয়ে এই রকম করলেন কেন ? এটা অভিনয় ? নায়িকা অঙ্কিতা লোখান্ডে

কে সেই মানুষ যার কাছে এলেই পরম শান্তি পান? ছেলে রাজ্যকে নিয়ে পরম শান্তিতে ঘুমোচ্ছেন পরীমনি। ছেলেকে জড়িয়ে রয়েছেন নায়িকা। মাকে কাছে পেয়ে রাজ্যও অনেক শান্তিতে। পরীমনি লেখেন,“ভালবাসার মানুষের পাশে শুলে তাড়াতাড়ি ঘুম আসে, অবসাদ দূর হয়, আয়ু বাড়ে।”
ছেলে রাজ্যই যে এখন পরীমনির সবকিছু।

আরও পড়ুন -  কাজী যা বলেছেন, রাজ ও পরীর ডিভোর্স নিয়ে

সদ্য ছয় মাসে পা দিয়েছে শরিফুল রাজ এবং পরীমনির ছেলে রাজ্য। ১৪ ফেব্রুয়ারি ঘটা করে ছেলের অন্নপ্রাশনের আয়োজন করেন পরীমনি। তার আগে গোটা জানুয়ারি জুড়ে বেশ টানাপড়েন চলেছে রাজ এবং তার দাম্পত্যে। একটা সময় আসে, যখন রাজের সঙ্গে বিচ্ছেদের কথা প্রায় ঘোষণা করেন অভিনেত্রী। সেখান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে ফের রাজের সঙ্গে সংসার করেছেন বাংলাদেশের বিতর্কিত এই নায়িকা। এখন ছেলে ও স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন -  ‘আজ থেকে আমি রাজের বউ না’: চিত্রনায়িকা পরীমনি

ফাইল ছবি