নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে নবম- দশম এবং একাদশ- দ্বাদশ স্তরের মেধাতালিকা ভুক্ত অথচ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক অবৈধভাবে নিয়োগের কারণে মেধাতালিকা ভুক্ত হয়েও চাকরি থেকে বঞ্চিত শিক্ষক- শিক্ষিকা পদপ্রার্থীদের যে ধর্ণা চলছে ,আজ তার ১৪০ তম দিন। আজ সরাসরি গান্ধী মূর্তির পাদদেশে শিক্ষক পদপ্রার্থীদের ধর্ণা মঞ্চে মাননীয় জনদরদী ক্্গ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এসেছিলেন। দীর্ঘদিন ধরে ধর্ণায় বসে থাকা বঞ্চিত শিক্ষক- শিক্ষিকা পদপ্রার্থীগণ তাদের যন্ত্রণার কথা অধীর রঞ্জন চৌধুরী কাছে বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন।
Updated:
মেধাতালিকা ভুক্ত হয়েও চাকরি থেকে বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন
Must Read
Latest News
Jalpaiguri: গ্রামে দুয়ারে নদী, গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ চব্বিশ ঘন্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত, গ্রামে দুয়ারে নদী, গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন।
অতিবৃষ্টির সতর্কতা আগেই ছিলো, মঙ্গলবার...