নারী দিবস আজ। আমাদের দেশে নারীদের মন জয় করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পন্থা সোনার গহনা দেওয়া।
মূল্যবৃদ্ধির বাজারে মহামূল্যবান হলুদ ধাতুর দাম যেই হারে বাড়ছে, এক মধ্যবিত্ত পুরুষের পক্ষে তাঁর প্রিয়তমার জন্য সোনার গহনা কিনে দেওয়া পকেটে ফুটো হওয়ার সমান। কিন্তু আজ নারী দিবসের দিনে সোনার দাম একধাক্কায় অনেকটাই কমেছে। নারীদের মন জয় করার এই পন্থা আজ কাজে লাগাতে পারবেন পুরুষরা।
শহর কলকাতাতে আজ ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনা দাম কত?
শহর কলকাতায় বিশ্ব নারী দিবসে ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,১৬৫ টাকা (কমেছে ২০ টাকা), ৮ গ্রামের দাম ৪১,৩২০ টাকা (কমেছে ১৬০ টাকা) এবং ১০ গ্রামের দাম হয়েছে ৫১,৬৫০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ২০০ টাকা। ২২ ক্যারাটের পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও প্রতি গ্রামে কমেছে।
কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৫,৬৩৫ টাকা (কমেছে ২০ টাকা), ৮ গ্রামের দাম ৪৫,০৮০ টাকা (কমেছে ১৬০ টাকা)। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আছে ৫৬,৩৫০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ২০০ টাকা।
প্রতীকী ছবি