চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং মনে করেন ইউক্রেন সংকট অদৃশ্য কোন শক্তির ইশারায় দীর্ঘায়িত হচ্ছে।
মঙ্গলবার বেইজিংয়ে বার্ষিক সংসদীয় সভার পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি ঠিক কাকে ইঙ্গিত করে এ কথা বলেছেন সেটি উল্লেখ করেননি।
যুদ্ধ বন্ধে সংলাপের জন্য চীনের আহ্বান আবারও পুনর্ব্যক্ত করে কিন গ্যাং বলেন, কিছু ভূ-রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে ‘অদৃশ্য হাত’ ইউক্রেন সংকটকে ব্যবহার করছে।
ইউক্রেন যুদ্ধে চীন তার মিত্র রাশিয়ার পক্ষে কাজ করছে বলে বিভিন্ন সময় দাবি করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশ গুলো। রাশিয়াকে সামরিক সহায়তা দেয়ার বিষয়টিও বিবেচনা করছে বলে অভিযোগ রয়েছে।
বেইজিং ইউক্রেইন সংঘাতের দুইপক্ষের কাউকেই অস্ত্র সরবরাহ করছেনা বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়াকে অস্ত্র সহায়তা দিলে চীনের জন্য ‘ভয়াবহ পরিণতি’ অপেক্ষা করছে বলে মার্কিন কর্মকর্তারা গত কিছুদিন ধরেই ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে আসছেন। সেই পরিণতি কী ধরনের হতে পারে, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি তারা।
সূত্রঃ রয়টার্স। ছবিঃ সংগৃহীত