বাড়িতে ৪ জন ঢুকে আমার সাথে এই কাজ করতে চায়, Madhuri Dixit প্রকাশ্যে জানালেন

Published By: Khabar India Online | Published On:

মাধুরী দীক্ষিত ৮০-৯০ দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী। প্রথম থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন দর্শকদের। ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পী।

 সম্প্রতি নিজের অভিনয় কিংবা নাচের সূত্র ধরে নয়, একেবারে একটি ভিন্ন কারণের সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চার আলোয় বলিউডের মোহিনী।

‘দ্যা কাপিল শর্মা শো’তে একাধিকবার উপস্থিত হতে দেখা গিয়েছে মাধুরী দীক্ষিতকে। এই শোতে এসেই অভিনেত্রী একবার নিজের এক পুরনো অস্বস্তিকর ঘটনার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন সকলের সাথে।

আরও পড়ুন -  Samba Dance: সাম্বা নাচ আনন্দের বহিঃপ্রকাশ, অসম্মান নয়ঃ ভিনিসিয়াস জুনিয়র

বাড়িতে হঠাৎ চার অচেনা লোকের উপস্থিতি তাকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল। সেইদিনের কথা মনে করলে আজও কিছুটা হলেও অস্বস্তি বোধ করেন অভিনেত্রী। এই কথাটি বলার সময়ই তার চোখে-মুখে স্পষ্ট হয়ে উঠেছিল।

অভিনেত্রীর কথা থেকে জানা গিয়েছে, বেশ অনেকদিন আগে তার বাড়ির ইলেকট্রিক বোর্ডে সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণবশতই তিনি ইলেকট্রিশিয়ানকে খবর দিয়েছিলেন। খবর দেওয়ার পর সেই ইলেকট্রিক বোর্ড ঠিক করতেই চার অচেনা ব্যক্তি অভিনেত্রীর বাড়িতে প্রবেশ আসে।

আরও পড়ুন -  কোভিড-১৯-এর জন্য কেন্দ্রীয় জৈবপ্রযুক্তি দপ্তরের সহায়তায় জাইডাসের টিকা জেডওয়াইসিওভি-ডি-র প্রথম পর্বের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার কাজ শুরু হয়েছে

তাদের মধ্যে তিনজন নিজের কাজে মনোযোগী হলেও, এক ব্যক্তি অনবরত শুরু থেকে শেষপর্যন্ত তার দিকে তাকিয়ে ছিলেন। কাজ শেষ করে তিন ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেলেও, এক ব্যক্তিকে তখনও দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন অভিনেত্রী। সেই ব্যক্তি জানান, তিনি শুধুমাত্র তাকে দেখার জন্যই তাদের সাথে এসেছিলেন। এরপরে তিনিও চলে যান সেখান থেকে।

আরও পড়ুন -  VIDEO: মুগ্ধ হলেন করণ জোহর যুবতীর দুরন্ত নাচে, মাধুরী দীক্ষিতের গানের সাথে হয়ে গেল ভিডিও ভাইরাল

সেই চার ব্যক্তি যাওয়ার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, ঐ চার ব্যক্তি যতক্ষণ তার বাড়িতে ছিলেন তিনি রীতিমতো একটা অস্বস্তিকর অনুভূতিতে ভুগেছিলেন। কাপিল শর্মার শোতে এসে সেই কথাই সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন।