Viral: কি কান্ড ঘটালেন বর, বিয়ের মন্ডপে বউকে নিয়ে যেতে গিয়েই, মিডিয়ামহল হাসছে

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ জনপ্রিয় মাধ্যম। প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক ভিডিও কিংবা ছবি ভাইরাল হচ্ছে।

বেশিরভাগই নেটনাগরিকদের বিনোদনের স্বার্থে ভাইরাল হয়ে থাকে। এমন কিছু ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যা দেখে হাসি থামানোই মুশকিল হয়। স্বাভাবিকভাবেই সেই ধরনের ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়। সম্প্রতি তেমনি একটি হাস্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে দেখা গিয়েছে।

আরও পড়ুন -  Bhojpuri Song: মধু শর্মার তৃষ্ণা মেটাচ্ছে নিরহুয়া বৃষ্টিতে ভিজে, বাচ্চাদের সামনে দেখবেন না

 বিয়ের দিনটা সকলের কাছেই খুবই স্মরণীয় হয়ে থাকে সারাজীবন। এই বিয়ের দিনেই ঘটতে থাকে নানা ধরনের মজার ঘটনা।

হাসি, মজা এবং খুনসুঁটিতেই কেটে যায় গোটা দিনটা। এর মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে, যা দেখার পর আর হাসি থামানো সম্ভব হয় না। সাম্প্রতিক ভিডিওটি তার জলজ্যান্ত প্রমাণ। সকলের জন্য রইল সেই ভিডিওটি।

 

View this post on Instagram

 

A post shared by alok singh (@simpleweddings_)

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘সিম্পল ওয়েডিং’ নামের ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে।  এই ভিডিওতেই এক অবাঙালি বিয়ের অনুষ্ঠানের ঝলক মিলেছে। ভিডিওতে নতুন বর বিয়ের মঞ্চ থেকে কনেকে কোলে নিয়ে মণ্ডপের দিকে যাচ্ছিলেন। তখন সেখানেই ঘটে বিপত্তি। বউকে কোলে নিয়ে মঞ্চ থেকে নামতে গিয়ে পড়ে যান বর।

আরও পড়ুন -  ভারতে ফিরেছেন হরনাজ সান্ধু (Harnaaz Sandhu)

ঐ মুহূর্তে সিঁড়িতে বসেই কনের গালে আদরে মাখা চুম্বন এঁকে দেন তিনি। ঐ মুহূর্তে এই দৃশ্য দেখে সবাই হেসে উঠলো তাদের ভালোবাসা নজর টেনেছে সকলেরই।

আরও পড়ুন -  শরীরে শুধুমাত্র তোয়ালে, ‘কাঁটা লাগা’ গানে কমবয়সী যুবতীর তুমুল নাচ, VIDEO