৫.১ বিলিয়ন ডলারের ক্ষতি ভূমিকম্পে সিরিয়ায়ঃ World Bank

Published By: Khabar India Online | Published On:

৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প লন্ডভন্ড হয়ে যায় সিরিয়া। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বেশ কয়েকটি অঞ্চল, শক্তিশালী এ ভূমিকম্পে প্রায় ৫.১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

বিশ্বব্যাংক এক প্রতিবেদনে শুক্রবার এই কথা জানিয়েছে।

আরও পড়ুন -  Earthquake: নিহত বেড়ে ৯৫০, আফগানিস্তানে ভূমিকম্পে

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়া সম্পদের বর্তমান মূল্য জিডিপি’র প্রায় ১০ শতাংশ বলে ধারণা করা হচ্ছে। গত মাসে পৃথক এক মূল্যায়নে বিশ্বব্যাংক জানায়, ভূমিকম্পে তুরস্কে সরাসরি প্রায় ৩৪.২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

আরও পড়ুন -  রেশন কার্ডে সুখবর: এবার ১০-জনের বেশি সদস্যদের পরিবারে বাড়তি চাল-গম, বিনামূল্যে বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য সরকার

প্রাকৃতিক দুর্যোগে লাখো মানুষের বাসস্থানের এবং চিকিৎসা সেবার জন্য জরুরি সাহায্যের প্রয়োজন হয়। ৬ ফেব্রুয়ারির ওই ভূমিকম্প তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানে। তাতে উভয় দেশের অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। এর মধ্যে তুরস্কের ৪৫ হাজার ৮৯,  সিরিয়ায় ৭ হাজার ২৫৯ জন।

আরও পড়ুন -  স্বামী বিবেকানন্দ ও ডাক্তার বি আর আম্বেদকর মূর্তিতে মাল্যদান করে, পৌরির্বাচনে প্রচারে দিলীপ ঘোষ

সূত্রঃ এএফপি নিউজ। ছবিঃ সংগৃহীত