৫.১ বিলিয়ন ডলারের ক্ষতি ভূমিকম্পে সিরিয়ায়ঃ World Bank

Published By: Khabar India Online | Published On:

৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প লন্ডভন্ড হয়ে যায় সিরিয়া। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বেশ কয়েকটি অঞ্চল, শক্তিশালী এ ভূমিকম্পে প্রায় ৫.১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

বিশ্বব্যাংক এক প্রতিবেদনে শুক্রবার এই কথা জানিয়েছে।

আরও পড়ুন -  Earthquake: ভূমিকম্পে আহত ৩১, আফগানিস্তানে

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়া সম্পদের বর্তমান মূল্য জিডিপি’র প্রায় ১০ শতাংশ বলে ধারণা করা হচ্ছে। গত মাসে পৃথক এক মূল্যায়নে বিশ্বব্যাংক জানায়, ভূমিকম্পে তুরস্কে সরাসরি প্রায় ৩৪.২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

আরও পড়ুন -  Bank Holiday List: ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৪ দিন, নতুন বছরের প্রথম মাসেই, তালিকা রইলো ছুটির দিনের

প্রাকৃতিক দুর্যোগে লাখো মানুষের বাসস্থানের এবং চিকিৎসা সেবার জন্য জরুরি সাহায্যের প্রয়োজন হয়। ৬ ফেব্রুয়ারির ওই ভূমিকম্প তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানে। তাতে উভয় দেশের অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। এর মধ্যে তুরস্কের ৪৫ হাজার ৮৯,  সিরিয়ায় ৭ হাজার ২৫৯ জন।

আরও পড়ুন -  সচিন কন্যা সারা তেন্ডুলকর শুভমনের বোনের সাথে

সূত্রঃ এএফপি নিউজ। ছবিঃ সংগৃহীত