রণবীর-শ্রদ্ধার নতুন ছবি, মুক্তি পাচ্ছে না ৮’ই মার্চ, কারণ জানুন

Published By: Khabar India Online | Published On:

বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলির মধ্যে অন্যতম লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুঠি ম্যা মাক্কার’।

ছবিতে জুটি হিসেবে দেখা যাবে রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে। ৮’ই মার্চ বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। একটি বড় কারণে ছবি নির্মাতারা পাল্টেছেন ছবি মুক্তির দিন। সেই প্রসঙ্গেই তথ্য প্রদান করা হয়েছে এই নিবন্ধের সূত্র ধরে।

আরও পড়ুন -  Electric Scooter: লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়াই, ৫০ হাজারের কমে বাজার মাতাচ্ছে এই ই-স্কুটার!

লাভ রঞ্জন পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। ছবির ট্রেলার দেখার পর থেকেই দর্শকদের মাঝে এই ছবি নিয়ে উন্মাদনা শুরু। ট্রেলার দেখেই ছবিটি দেখার জন্য উচ্ছ্বসিত অধিকাংশ দর্শকমহল।

অপেক্ষায় রয়েছেন রণবীর এবং শ্রদ্ধার অনুরাগীরাও। কিন্তু হঠাৎ করেই ছবি মুক্তির দিন বদলে দিয়েছেন ছবি নির্মাতারা। হঠাৎ কেন এই বদল? কবেই বা মুক্তি পেতে চলেছে এই ছবি? চলুন।

আরও পড়ুন -  Dance Video: আম্রপালিকে দেখে নাচের মধ্যে দুষ্টুমি করলেন নিরাহুয়া, ক্যামেরার সামনেই

চলতি মাসেই হোলি। হোলি ভারতের অন্যতম জনপ্রিয় রঙের উৎসব। হোলিতে কিংবা দোল উৎসবে সকল মানুষ রঙের জাদুতে সেজে ওঠেন। সেই হোলির ছুটিকে কাজে লাগাতেই ৮’ই মার্চের পরিবর্তে ৭’ই মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুঠি ম্যা মাক্কার’।

আরও পড়ুন -  জলপরীর মতো সুন্দর রণবীর কাপুরের শ্যালি, যদি চেহারা দেখেন প্রেমে পড়বেন, ছবি রইল

এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই খুশিতে ভেসেছে অপেক্ষায় থাকা দর্শকরাও। আবারো লাভার বয় হিসেবেই পর্দায় দেখা যাবে রণবীর কাপুরকে, যা ট্রেলারেই স্পষ্ট হয়েছে।