Web Film: ‘পরী’ ওয়েব ফিল্ম, পূজা চেরী নিয়ে আসছেন

Published By: Khabar India Online | Published On:

আলোচিত অভিনেত্রী পূজা চেরী। পর্দার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় ছিলেন। তবে ব্যক্তিজীবনের সব ঘটনা পেছনে ফেলে ছুটে চলেছেন এ নায়িকা। নতুন রূপে দর্শকদের সামনে আসছেন পূজা চেরী। তাকে দেখা যাবে ‘পরী’ লুকে। ওটিটি প্ল্যাটফর্মে আসছেন এ নায়িকা।

আরও পড়ুন -  Tina Dutta: মুম্বইয়ে পাওয়া যায় না বাংলার স্বাদঃ টিনা দত্ত

মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘পরী’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী। বিপরীতে আছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। প্রকাশ হয়েছে ওয়েব ফিল্মটির ফার্স্ট লুক। আন্তর্জাতিক নারী দিবসে (৮ মার্চ) দীপ্ত প্লেতে মুক্তি পাবে ওয়েবফিল্মটি।

আরও পড়ুন -  স্পষ্ট বেবি বাম্প, টাইট পোশাকে হাত দিয়ে লোকালেন অভিনেত্রী Kareena Kapoor Khan

হিউম্যান ট্রাফিকিংয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পরী’। গল্পে ড্রামা, রোমান্স এবং থ্রিল সবকিছুই থাকবে বলে জানিয়েছেন অভিনেতা জোভান। তাকে দেখা যাবে শোবিজের একজন বড় তারকা চরিত্রে।

গল্প এই রকম, পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশী মেয়ে। ফিরে আসতে চায় দেশে। সে চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক তারকা অভিনেতা। এমন রহস্য নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পরী’।

আরও পড়ুন -  তানজিন তিশা সম্মাননা পেলেন

ছবিঃ সংগৃহীত