VIDEO: ঘাম ঝরাল Gori Nagori দর্শকদের, স্টেজে নেচে, ভিডিও নাচের দেখুন

Published By: Khabar India Online | Published On:

গোরি নাগোরির নাম অবশ্যই জানেন হরিয়ানভি ইন্ডাস্ট্রি সকলেই। তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করেছে। সিংহভাগ পুরুষ নেটিজেন এই গোরি নাগোরির ফ্যান।

 রাজস্থান ও হরিয়ানাতে ব্যাপক জনপ্রিয় এই নৃত্যশিল্পী। তিনি স্বপ্না চৌধুরী এবং সুনিতা বেবির থেকেও বেশী জনপ্রিয়তা পাচ্ছেন আজকাল। গানের তালে তাঁর কোমর দোলানো বা কিলার এক্সপ্রেশন এর ফ্যান লাখ লাখ মানুষ।

আরও পড়ুন -  ২০২৪ সালের বাজেট প্রস্তাবনা, স্বস্তি পাবেন মধ্যবিত্তরা, রয়েছে কিছু চমক!

গোরি নাগোরির স্টেজ শো হলেই তাতে ভিড় উপচে পড়ে। গানের তালে তার কিলার নাচের ভঙ্গি মোহিত করে সকলকেই। নাচ দেখলে আপনার অশ্লীল মনে হলেও সেই নাচ দেখতে ভিড় জমায় প্রচুর দর্শক।

আরও পড়ুন -  কাজল রাঘওয়ানি সম্পর্কে ছিলেন খেসারি লাল যাদবের সাথে বহু দিন, এখন সম্পর্ক ভেঙে যায় এই সুন্দরী’র জন্য

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে গোরি নাগোরির একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, যাতে গানের তালে দেশি স্টাইলে তুমুল নাচ করেছেন তিনি। নাচের পাশাপাশি তার অঙ্গভঙ্গি দেখে লজ্জায় পড়ে যেতে পারেন আপনিও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে গোরি নাগোরি হিন্দি গান “শিশে কা দিল থা মেরা”-তে নাচছেন। তাঁর পরনে রয়েছে হলুদ রঙের লেহেঙ্গা ও ডিপ রিভিলিং ব্লাউজ। গানের তালে সেক্সি কায়দায় অঙ্গভঙ্গি করে মন জয় করে নিয়েছেন উপস্থিত সকলের। শীতের রাতে তার নাচ দেখতে গিয়ে ঘাম ঝরেছে ফ্যানদের।

আরও পড়ুন -  Nora Fatehi: নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদ, অর্থ প্রতারণার মামলায়

 এই স্টেজ পারফরম্যান্সের ভিডিও ইউটিউবে পোস্ট হতেই তাতে লাইক এবং কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা।